সিগনেচার বাই কানিজ আলমাস খান
প্রকৃতিতে বৈশাখ যেমন সুস্পষ্ট, তেমনি তার সাজ। কেশসজ্জায়ও তা পরিস্ফুট। বেজ মেকআপে আলো ঠিকরানো দ্যুতি। উজ্জ্বল আর চনমনে। চোখের সাজ রহস্যমোদির। কালোর আলোয় প্রস্ফুটিত। কখনো নিখুঁত কাজলের রেখায়; কখনোবা ধোঁয়াটে আবরণে আকর্ষণীয়। তবে সাজে ভরাট ভ্রু ধ্রুবক। ঠোঁটের গাঢ় লালে মেকআপের রেট্রোফিকেশন। বৈপরীত্যেও কমবে না উৎসবের আনন্দ। ন্যুড ব্রাউন, পিঙ্ক বা ক্যারামেল রঙা ঠোঁটেও এবার উষ্ণ দেখানোর সময়। পুরোনো দিনের হাতখোঁপা বা কনটেম্পরারি ক্ল্যাসিক কার্ল- স্টাইলিংয়ে ভুলেও বাদ যাবে না ফুল

ওয়্যারড্রোব: আইরিসেস

ওয়্যারড্রোব: অদ্রিয়ানা এক্সক্লুসিভস

ওয়্যারড্রোব: আইরিসেস

ওয়্যারড্রোব: অদ্রিয়ানা এক্সক্লুসিভস
মডেল: অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং নাজিফা তুশি
জুয়েলারি: রঙবতী ও ক্যানভাস
ছবি: জিয়া উদ্দীন