বিউটি বক্স
মিনি গ্লস বম্ব কালেকশন
ফেনটি বিউটি হ্যাপি হলডেজ নামের কালেকশনটি ব্র্যান্ডটির লিমিটেড এডিশন প্রডাক্ট। ইতিমধ্যেই বেস্ট সেলার খেতাবপ্রাপ্ত হয়েছে। মিলছে একদম নতুন চারটি শেডে। শিমারিং ব্রোঞ্জ শেডের কেক শেক, শিমারিং গোল্ড শেডের বেবি ব্রুট, শিমারিং কোরাল শেডের ট্যাফি টিজ আর শিমারি ডিপ প্লাম শেডের রুবি মিল্ক। আল্ট্রা ওয়্যারেবল এ শেডগুলো সব রঙা ত্বকের সঙ্গে দারুণ মানানসই। নন-স্টিকি লিপগ্লসগুলো ব্যবহারের সঙ্গে সঙ্গে ঠোঁট দেখায় ফুলার। শিয়া বাটার সমৃদ্ধ প্রতিটি লিপস্টিক শতভাগ ক্রুয়েলটি ফ্রি। সেটটির দাম ৪৫২৫ টাকা।
অলওয়েজ এন অপটিমিস্ট
ফোর ইন ওয়ান মিস্ট প্রডাক্টটি রেয়ার বিউটির। ক্লাউড লাইক টেক্সচারের। হাইড্রেটিং ফর্মুলার হওয়ার চটজলদি ত্বককে প্রশান্ত করে তোলে। জোগায় পুষ্টি। ফলে ত্বক দেখায় পরিপুষ্ট, মসৃণ এবং মেকআপের জন্য তৈরি। ফাউন্ডেশনকে দীর্ঘ সময় টিকিয়ে রাখে ত্বকে, দেখায় লেস কেকি। চটটটে না করেই ন্যাচারাল রেডিয়েন্ট ফিনিশ দেয় চেহারায়। সতেজ দেখাতে সাহায্য করে দিনভর। নিয়াসিনামাইড, সোডিয়াম হায়ালুরনেট, প্যানথেনল আর বোটানিক্যাল ব্লেন্ড সমৃদ্ধ মিস্টটির দাম পড়বে ৩৩০০ টাকা।
আরএমএস বিউটি লিপটুচিক
ব্র্যান্ডটির বেস্ট সেলার পণ্য হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়। ন্যাচারাল মেকআপ লুক তৈরিতে দারুণ। মাল্টিটাস্কিং হওয়ায় ব্যবহার করা যায় ঠোঁটের লিপস্টিক এবং মুখত্বকের ব্লাশন হিসেবে। ডাবল ডিউটি এ ময়শ্চারাইজিং কালারটি বুরিটি অয়েল, শিয়া এবং কোকোয়া বাটারে তৈরি। মিলবে সাতটি ভিন্ন ভিন্ন রঙে—কোরাল পিঙ্ক, ন্যুড ডাস্টি রোজ, স্যামন পিঙ্ক, ম্যাট বান্ট বেরি, সফট পিঙ্ক রোজ, গোল্ডেন আন্ডারটোন কোরাল পিঙ্ক আর ট্রু রোজ শেডে। দাম পড়বে ৪৪৫০ টাকা।
ক্লিনিক ক্ল্যারিফায়িং লোশন-ফোর
অয়েলি অর্থাৎ তেলে ত্বকের জন্য তৈরি। তেলতেলে ভাবের পাশাপাশি দূষণ, ময়লা আর মৃতকোষ দূর করবে নিমেষেই। প্রতিদিন তিন মিনিটের পরিচর্যাতে দেবে পরিষ্কার, মসৃণ ত্বক। ময়শ্চারাইজার মাখার উপযোগী করে তুলবে। ত্বকের লোমকূপগুলোকেও রাখবে পরিষ্কার। ত্বক ধুয়ে নিয়ে তারপরে মাখতে হবে এ ক্ল্যারিফায়িং লোশন। শতভাগ ভেগান এ পণ্য গ্লুটেন, অয়েল এবং সালফেট ফ্রি। অ্যালার্জেন টেস্টেড হওয়ায় ব্যবহার করা যাবে স্পর্শকাতর ত্বকেও। দিনে দুবার—সকালে এবং রাতে। দাম ২৭৭৫ টাকা।