আজকের রাশি I ৮ জুন
মেষ
ঢিমেতালের এই দিনটাকে গতি দেয়ার দায়িত্ব কিন্তু আপনার।
বৃষ
আলসেমির চূড়ান্ত ফর্মে আছেন, আজ ব্যাপারটাকে চূড়ান্ত নোটিশ দিয়ে দিন।
মিথুন
বিরল একটি দিন আজ, অপূর্ব কিছু মুহূর্ত পেতে যাচ্ছেন।
কর্কট
উল্লেখযোগ্য কিছু না ঘটলেও ভিন্ন একটা কারণে স্মরণীয় হয়ে থাকবে দিনটা।
সিংহ
বহুদিন চোখের আড়ালে থেকেছেন, আজ কিন্তু তা করলে চলবে না।
কন্যা
অলাভজনক মানেই যে একেবারেই লাভ নেই- তা কিন্তু নয়। আজ এমনই কিছু করতে যাচ্ছেন।
তুলা
কিছুক্ষণ আজ একলা থাকতে হতে পারে, মাথায় কি দারুণ কোনো পরিকল্পনা ঘোরাফেরা করছে?
বৃশ্চিক
কারও উপর দায়িত্ব ছেড়ে দিলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না। আজ খানিকটা তদারকি কর্মকর্তার ভূমিকা পালন করতে হবে।
ধনু
সোজা একটি দিন, ঘোরপ্যাঁচ নেই এক বিন্দু।
মকর
সত্যটা আজও সত্যই থাকবে। এ ব্যাপারে যথেষ্ট সচেতন আপনি।
কুম্ভ
আজ অভিমান ভাঙার দিন। মিষ্টি হাসিটা এত দিন কোথায় লুকিয়ে রেখেছিলেন?
মীন
মূল কাজ শুরুর আগের কাজগুলো নিয়ে বড্ড ব্যস্ত সময় কাটবে, ব্যাপারটা কিন্তু বেশ উপভোগ্য।