skip to Main Content

হরাইজন

ভ্যানস-এর ইকো থিওরি কালেকশন

সাসটেইনেবিলিটির পক্ষে যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভ্যানস। নতুন ইকো থিওরি কালেকশনের জন্য জুতা তৈরিতে যোগ হয়েছে প্রকৃতিপ্রাণিত সব উপাদান। শতভাগ অর্গানিক কটনের ক্যানভাস আপার থাকছে জুতাগুলোতে। আর আউটসোল তৈরিতে পেট্রোলিয়াম থেকে তৈরি রাবারের বদলে ব্যবহৃত হয়েছে ন্যাচারাল রাবার। যার উৎস ইকো ফ্রেন্ডলি ট্রি ফার্মগুলো। শু লেস তৈরি করা হয়েছে ন্যাচারাল জুট ফাইবার থেকে। আর পুরো জুতা জুড়তে ব্যবহৃত হয়েছে ওয়াটার বেসড গ্লু। রাঙানো হয়েছে ওয়াটার বেসড কালিতে। পিঙ্ক, বেইজ, হোয়াইট আর ব্লু এর মতো নিউট্রাল সব শেডে। থাকছে ভ্যানস এর চেকার্ডবোর্ড প্রিন্ট। আর ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে ব্র্যান্ডটির ক্ল্যাসিক সব স্টাইল যেমন, ওল্ড স্কুল ডেকন এবং এসকেএইট— হাই টেপার্ড ইত্যাদি।

কাইলি সুইম কালেকশন

রিয়েলিটি টিভি স্টার এবং বিজনেস টাইকুন কাইলি জেনার। কসমেটিকস ব্যবসায় তার সাফল্যের পর এখন প্রস্তুতি চলছে ফ্যাশনবিশ্ব জয়ের। শুরুটা হতে যাচ্ছে সুইমওয়্যার দিয়ে। সম্প্রতি কাইলি সুইমের ইনস্টাগ্রাম পেজ খোলার মাধ্যমে এর অফিশিয়াল ঘোষণা এসেছে। এ ছাড়া কাইলির নিজস্ব ইনস্টাগ্রাম পেজের স্টোরিতে রোজই দেখা যাচ্ছে সুইম কালেকশনের ঝলক। এর মধ্যে কাইলির একটি মিরর সেলফি নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। ছবিতে সূর্যাস্তের সব কটি শেডের অনুপ্রেরণায় তৈরি স্কিন বেয়ারিং ওয়ান পিস সুইমওয়্যার পরিহিত অবস্থায় দেখা গেছে কাইলিকে। এ ছাড়া আরেকটি ছবিতে অরেঞ্জ কাট আউট ওয়ান পিস পরিহিত কাইলির ক্লোজআপ শট দেখেছে ফ্যানরা। শুটিং সেটের মুহূর্তগুলোও পোলারয়েডের মাধ্যমেও দেখা গেছে কাইলির ইনস্টা স্টোরিতে। গেল মে মাসে ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট অ্যান্ড ট্রেন্ডমার্ক অফিসে কাইলি সুইমের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখন অব্দি মাত্র দুটো ছবি আপলোড হয়েছে কাইলি সুইমের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে। এতেই এর ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখের বেশি।

ফিটবিটের ফ্যাশনেবল কোলাব

বিশ্বখ্যাত ফিটনেস স্মার্টওয়াচ ব্র্যান্ড ফিটবিট। সহজে ফিটনেস গোল অর্জনের লক্ষ্যে সহায়ক অ্যাকসেসরিজ এটি। সম্প্রতি বাজারে এসেছে ফিটবিটের নতুন ডিভাইস— দ্য সেন্স এবং ভার্সা থ্রি। ফ্যাশন-সচেতনদের জন্য সুখবর হচ্ছে, দুটি ব্ল্যাক ওউনড লাক্সারি ব্র্যান্ড ব্রাদার ভেলিয়েস এবং ভিক্টর গ্লেমড নতুন এ ফিটবিটগুলোর ব্যান্ড ডিজাইন করার কাজটা করেছে। ব্রাদার ভেলিয়েসের ডিজাইনার অরোরা জেমস এর তৈরি ফিটবিট ব্যান্ডটি দেখতে লেদার স্ক্রাঞ্চির মতো। কালো এবং বাদামি— দুটো শেডে করা। লাইটওয়েটে হরউইন লেদারের একটি বেল্টের দাম ৫৫ দলার। আর ভিক্টর গ্লেমড ফিটবিটের ব্র্যান্ড তৈরি করেছেন রিসাইকেলড প্লাস্টিক ফাইবারে। পাওয়া যাবে দুটি ডিজাইনে। ন্যুড মেটালিক ওমব্রে শেডের ওপর শিমারিং ফ্লেক দেওয়া একটি ব্যান্ড। অন্যটি ডিট ব্রাউনের শেড এবং গোল্ড ফ্লেকের কম্বিনেশনে তৈরি। প্রতিটি ব্যান্ড মিলবে ৪০ ডলারে।
 ফ্যাশন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top