হট স্পট I হোপ ফর দ্য বেস্ট
২০০১ সাল। রাজধানীর মিরপুর ১০-এ প্রতিষ্ঠিত হয় হোপ ইন্টারন্যাশনাল স্কুল। শহরের আর দশটা স্কুলের মতো একে ঘিরে তৈরি হয় ভিড়। হরেক রকম খাবার আর টুকটাক নিত্যব্যবহার্য সামগ্রী নিয়ে বসা এই পসরা বছর গড়াতেই পাল্টাতে শুরু করে রূপ। সকাল ১০টা থেকে ফুটপাতের ওপরই নানা ধরনের পোশাক নিয়ে বসতে শুরু করেন দোকানিরা। কখনো ভ্যানে, তো কখনো রাস্তার ওপর কাপড় বিছিয়ে শুরু হয় বিকিকিনি। চলে রাত ৯টা-১০টা পর্যন্ত। ঈদ, পূজা আর বিশেষ সব আয়োজনে ভিড় থাকে মাঝরাত অব্দি। ২০০৬-এ পুরোদস্তুর স্ট্রিট মার্কেটে রূপ নেয়। সাধারণের কাছে পরিচিত হয়ে ওঠে হোপ মার্কেট হিসেবে। মিরপুরের গাউছিয়া হয়ে ওঠা হোপে মিলতে শুরু করে পোশাক আর অ্যাকসেসরিজের স্টাইলিশ সব অপশন। কিন্তু একদম কম দামে। শুধু হোপ স্কুলের গলি নয়, আশপাশের সড়কজুড়ে ছড়াতে শুরু করে এর পরিধি। বছর দুয়েক আগে এই স্ট্রিট মার্কেটের মাঝেই দালান তুলে গড়ে ওঠে হোপ প্লাজা। বর্তমানে চার শর বেশি দোকানি এখানে বসেন হরেক রকম জিনিস নিয়ে। কী নেই এখানে? ওয়েস্টার্ন থেকে একদম এথনিক সব পোশাকের পাশাপাশি মিলবে দোকানিদের নিজস্ব ডিজাইনের পোশাক। জনপ্রিয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এক্সপোর্ট রিজেক্টেড পোশাকের দারুণ কালেকশন মিলবে এখানে পানির দরে। তবে দামাদামিতে ওস্তাদ হওয়া চাই সে ক্ষেত্রে। স্কার্ফ থেকে ব্যাগ আর জুয়েলারির মতো অ্যাকসেসরিজের অপশনও রয়েছে মেলা। মিলবে ঘর সাজানোর নানা সামগ্রী। এককথায় ওয়ান-স্টপ স্ট্রিট শপিং হেভেন।
লেইসি টপ ১৫০ টাকা
স্টোন ওয়াশড জেগিংস ২০০ টাকা
অ্যানিমেল প্রিন্টেড ক্রপ টপ ১০০ টাকা
ব্ল্যাক স্ট্রেইট লেগ প্যান্ট ২৩০ টাকা
সিক্যুইন কটি ২০০ টাকা
অফ শোল্ডার সোয়েটার ১৫০ টাকা
ফ্যাশন ডেস্ক
ওয়্যারড্রোব: হোপ
মডেল: প্রমা ও জুঁই
ছবি: তানভীর খান