skip to Main Content
rashi-April-

রাশি I দমের দাম

মেষ
কিছু কথা বলবেন বলবেন করেও বলতে পারছেন না। অবশ্য অপর দিক থেকে ভালো সাড়া না পেলে এগোবেনই-বা কী করে! জট তো খুলবেই, তবে একটু সময় লাগবে, এই যা। দারুণ নাটকীয়তা অপেক্ষা করছে আপনার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড সি।

মিথুন
প্রিয় মিথুন, মন খারাপ কেন? শুধু হারানোর হিসাবটা না করে কী পেলেন, সেই খতিয়ানও একটু দেখুন। সম্পর্কের টানাপোড়েনে বেশ চাপে থাকলেও তা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আপনার। তাই চুপচাপ বসে না থেকে কিছু করার চেষ্টা করুন।

সিংহ
পুরো মাস কাজের চাপে থাকতে হবে, তাই না? যতই ব্যস্ত থাকুন না কেন, সিংহ নরনারীগণ মাঝেমধ্যে চারপাশটা দেখতে ভুলবেন না। মাস শেষে ক্লান্তি আপনার সঙ্গে দোস্তি করতে চাইবে। দুটো দিন কাজকে রেহাই দিয়ে একটু বেড়িয়ে আসুন। নিজেরও আরাম হবে।

তুলা
তুলার জন্য মাসটা ছুটে বেড়ানোর। সাময়িক বাধা এলে তুলা নিশ্চয়ই তা ডিঙাতে পারবেন। বহু প্রিয়মুখ আপনার অপেক্ষায়। এবার তাদের দেখা দিন। এমন সুরেলা সময়েও খাপছাড়া কোনো তাল সুর কেটে দিতে চাইবে। এত কিছুর মাঝেও কাউকে মিস করছেন, তাই না?

ধনু
চারদিক তো সুখে থইথই করছে! আসলে ধনু সবাইকে নিয়ে আনন্দ করে তার মাত্রা বাড়িয়ে দেওয়ার কাজ ভালোই জানেন। খরচের কথা ভাবছেন? এ মাসে তা একটু বেড়ে গেলেও আনন্দের মাত্রায় সেটা পুষিয়ে যাবে। মাস শেষে পেতে পারেন সারপ্রাইজ।

কুম্ভ
কেউ আপনার ওপর বেশ প্রভাব ফেলছে। বিষয়টা ইতিবাচকভাবেই নিন। আর তা কাজে লাগিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগটা নিয়ে নিতে পারেন। আপনার কোনো কোনো কাজে আশপাশের মানুষ কিছুটা বিরক্ত। সচেতন হোন। ঝামেলা মিটে যাবে।

বৃষ
কোনো কারণে মনটা হয়তো একটু খারাপ। চুপ মেরে আছেন বেশ কটা দিন। এবার ঘুরে দাঁড়ানোর পালা। নিজেকে ফর্মে ফিরিয়ে আনারও। ভুলে যাবেন না, আপনি সে-ই যোদ্ধা, যিনি একাই এক শ। সফল হবার মন্ত্রও আপনার জানা। তবে আর চিন্তা কিসের?

কর্কট
সব সময় এমন বিচলিত হয়ে থাকলে চলে? সমস্যা থাকবে, সমাধানও তো আছে। শুধু শত্রুদের দেখছেন কেন, কিছু বন্ধুও আপনাকে আগলে রেখেছে। কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি হলেও তা মিটে যাবে আপনাতেই। মাসের শেষে সমস্যার সব গর্ত সাফল্য দিয়ে ভরে যাবে।

কন্যা
পুরো মাস বেশ ফুরফুরে কাটবে কন্যার। মাস শেষে হয়তো একটু ব্যস্ততা বাড়বে, তা-ও কটা দিনের জন্য মাত্র। পারিবারিক যে সমস্যা আপনাকে বহুদিন ধরে ভোগাচ্ছে, তা এবার সমাধানের দিকে যাবে। কাছের মানুষের সাফল্যের আনন্দ উপভোগ করার উপলক্ষ ঘটতে যাচ্ছে।

বৃশ্চিক
কিছুটা গড়বড় দিয়ে শুরু হতে পারে বৃশ্চিকের মাস। তবে পরিস্থিতি সামাল দিতে আপনি তো সিদ্ধহস্ত। মনের মাঝে কিছু চেপে না রেখে কাছের কারও সঙ্গে শেয়ার করুন। বিশ্রাম নিন, মাথা ঠান্ডা রাখুন। কারণ, মাথা গরম করা যাবে না। রেগে গেলেন তো হেরে গেলেন।

মকর
নতুন পরিবেশে পড়ে ঘাবড়ে যাবেন না যেন। মানিয়ে নিন যত তাড়াতাড়ি সম্ভব। স্বাস্থ্যটা বাগড়া দিতে পারে। তবে কড়া শাসনে রাখলে বেশি সুবিধা করতে পারবে না। ঝামেলাগুলো মসৃণভাবে ভেনিশ করে দিতে পারবেন। শুধু একটু পরিকল্পনামাফিক কাজ করতে হবে।

মীন
কাজে হঠাৎ খেই হারিয়ে ফেলছেন? ভয় পাবেন না। লক্ষ্যে পৌঁছানোর আগে কখনো কখনো দম নিতে হয়। তবে আলস্য একদম নয়। কেননা, পরিশ্রম যথেষ্ট না করলে এযাত্রা দুর্ভোগের শেষ থাকবে না। শুভাকাক্সক্ষীদের পরামর্শ মেনে চলুন, ঠকবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top