বাইট
মাহিয়া মাহির রেস্তোরাঁ ‘ফারিশতা’
যাত্রা শুরু করেছে ঢালিউড তারকা মাহিয়া মাহির রেস্তোরাঁ ‘ফারিশতা’। ৪ এপ্রিল এর উদ্বোধন করেন তিনি। নিজ রেস্তোরাঁ থেকে ফেসবুক লাইভে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। আমাদের রেস্তোরাঁটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদরাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে। আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপোস করছি না।’
জানা গেছে, গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে প্রায় ১ কিলোমিটার এগিয়ে গেলেই তেলিপাড়া বাজারে ফারিশতার অবস্থান। তিন ফ্লোরবিশিষ্ট এই রেস্তোরাঁর আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। সেখানে দেশি-বিদেশি খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
নিরাপদ খাওয়ার পানির এটিএম বুথ
এটিএম বুথে কার্ড দিলেই মিলবে নিরাপদ খাওয়ার পানি। সঙ্গে হাত ধোয়ার ব্যবস্থাও। রাজশাহী মহানগরীতে এমন একটি নিরাপদ খাওয়ার পানির এটিএম ও হাত ধোয়ার বুথ চালু হয়েছে। ২ এপ্রিল হজরত শাহ মখদুম দরগার সামনে স্থাপিত বুথটির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি জানিয়েছেন, এই এটিএম বুথে সফলতা পাওয়া গেলে নগরীতে আরও ১০-১৫টি স্থানে এ রকম বুথ স্থাপন করা হবে। জানা গেছে, নির্ধারিত বুথে এটিএম কার্ডের মাধ্যমে এক লিটার বিশুদ্ধ পানির দাম মাত্র ৮০ পয়সা।
খিলগাঁওয়ে কাভান রেস্টুরেন্ট
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় নতুনভাবে পথচলা শুরু করেছে কাভান রেস্টুরেন্ট। এ আয়োজনের উদ্বোধন করেন রকস্টার তানযীর তুহিন। রেস্তোরাঁর বর্তমান ঠিকানা ৩৯৭/বি খিলগাঁও চৌধুরীপাড়া (চতুর্থ তলা), শহীদ বাকি রোড।
কাভান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী অজয় পোদ্দার বলেন, ‘নতুন ঠিকানায় আগের সবকিছুর সঙ্গে থাকছে একেবারেই নতুন কিছু খাবারের আয়োজন, যা আপনাদের রসনা তৃপ্তিতে চমৎকার ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। নতুনভাবে শুরু হতে যাওয়া এই যাত্রায় প্রত্যাশা থাকবে, আপনারা সময় করে পরিবার ও বন্ধুদের নিয়ে আসবেন, আড্ডা আর মুখরোচক খাবারে কাটাবেন চমৎকার কিছুটা সময়।’
ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট