বিউটি সার্ভিস I রিজেনারেটিং ব্রাইটেনিং ফেসিয়াল
মাল্টিফাংশনাল। অর্থাৎ নানাভাবে কার্যকর। ত্বকচর্চায় এমনই এক বহুমুখী গুণসম্পন্ন সেবা চালু হয়েছে স্যালনগুলোতে। যা শতভাগ প্রাকৃতিক উপায়ে ত্বক তারুণ্যদীপ্ত ও উজ্জ্বল করে তোলে। একই সঙ্গে ত্বকের গভীরে জরুরি পুষ্টি পৌঁছে দিয়ে কালচে দাগছোপ আর জীর্ণ ভাব দূর করে। দেখায় সজীব ও সতেজ। ত্বকে বাড়তি আর্দ্রতার জোগান দিতেও জুড়ি নেই ফেসিয়ালটির। তৈলাক্ত, শুষ্ক কিংবা স্বাভাবিক- যেকোনো ত্বকের জন্য জুতসই রিজেনারেটিং ব্রাইটেনিং ফেসিয়াল। তবে খুব বেশি স্পর্শকাতর ত্বকে এটা এড়িয়ে যাওয়াই ভালো। হাইএন্ড এই ফেসিয়ালের শুরুটা দারুণ মজার। মুখ, মাথাসহ শরীরের উপরিভাগের অংশে রিল্যাক্সিং ম্যাসাজ দিয়ে শুরু হয় এটি। গ্লাইডিং, নিডিং আর ফ্রিকশন স্ট্রোকে বিভিন্ন মাত্রার চাপ প্রয়োগ চলে পুরো প্রক্রিয়ায়। মিনিট পাঁচেকের এই ম্যাসাজ শরীরের ক্লান্তি দূর করে কার্যকরভাবে। সঙ্গে ফেসিয়ালের জন্যও প্রস্তুত করে তোলে ত্বককে। এর মূল প্রক্রিয়া শুরু হয় ত্বক পরিষ্কারের মাধ্যমে। বিশেষ ধরনের থাই ক্লিনজার দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করা হয় ত্বক। যা ত্বকের গভীর থেকে তেল, ময়লা আর দূষণ দূর করতে সাহায্য করে। এর পরপরই ফেসিয়ালটির জন্য উপযোগী করে তৈরি কফি ফ্লেবারড স্ক্রাব ব্যবহার করা হয়। এটি রক্তসঞ্চালন বাড়ায়, করে তোলে দাগছোপমুক্ত। কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের টক্সিন দূর করতে সক্ষম। ক্লিনজিং আর স্ক্রাবিংয়ের পরপরই ব্ল্যাক হেডস রিমুভিংয়ের মাধ্যমে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত হয় ত্বক। এরপর বিশেষায়িত জেল মেখে মেশিন দিয়ে ম্যাসাজ করা হয়। অত্যাধুনিক ডার্মাব্রেশন মেশিন ছাড়াও ফেসিয়ালের পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয় হট অ্যান্ড কোল্ড হ্যামার মেশিন, যা ত্বকের যত্নে ভীষণ কার্যকর। হ্যামারের হট ইউনিট মুখত্বকের পেশিগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে। বাড়ায় রক্তসঞ্চালন। এ ছাড়া লোমকূপগুলো খুলে দেয় বলে ত্বকের গভীরে থাকা ধুলা-ময়লা, দূষণ আর বাড়তি তেল পরিষ্কার হয় সহজে। ত্বকের শোষণক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকর হট হ্যামার। অন্যদিকে কোল্ড হ্যামার ত্বককে টানটান করতে সাহায্য করে। ইলাস্টিসিটি লেভেল বাড়ায়। ফলে বলিরেখামুক্ত থাকে ত্বক। সঙ্গে লোমকূপগুলোর খোলা মুখ সংকুচিতও করতে পারে এটি। এ ছাড়া ত্বককে মসৃণ করে তুলতেও জাদুকরী যন্ত্রটি সক্ষম। এর পরপরই প্যাক দেয়া হয়। ২৪ ক্যারেট গোল্ডের এই প্যাক ত্বকে মাখিয়ে রাখা হয় মিনিট বিশেকের জন্য। শুকিয়ে যাওয়ার পর তা তুলে নিয়ে মাখানো হয় আরেকটি মাস্ক। অক্সিজেন ইনফিউজড এ মাস্ক শুধু ত্বকেই নয়, নিঃশ্বাসের সঙ্গে শরীরজুড়ে অক্সিজেন ছড়িয়ে দেয়। সবশেষে কোল্ড হ্যামার মেশিন দিয়ে সেরাম মাখিয়ে নেয়া হয় ত্বকে। ২ হাজার ৭ শ টাকা খরচ হতে পারে ফেসিয়ালটি করতে। বোনাস হিসেবে এর সঙ্গে হাত-পা অথবা ব্যাক স্ক্রাবিংয়ের সুযোগ থাকছে ক্লায়েন্টদের জন্য। ঘণ্টা দেড়েক সময় হাতে থাকলে যে কেউ করিয়ে নিতে পারবেন অত্যাধুনিক এই ফেসিয়াল।
জাহেরা শিরীন
মডেল: শ্রাবণী
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস