skip to Main Content

বুলেটিন

আসছে প্রিয়াঙ্কার অ্যানোমালি

অভিনেত্রী, প্রযোজক, অ্যাকটিভিস্ট, লেখিকা। ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস পরিচিত বিভিন্নভাবে। বলিউড তো বটেই, হলিউডেও। এ বছরের শুরুতে সৌন্দর্যবিশ্বেও নাম লিখিয়েছেন নতুন পরিচয়ে। বাজারে এনেছেন তার নতুন হেয়ার কেয়ার লাইন অ্যানোমালি। সাসটেইনেবল এবং শিক প্যাকেজিংয়ে পোরা ব্র্যান্ডটির প্রতিটি পণ্য ভেগান, ক্রুয়েলটি ফ্রি এবং সার্টিফাইড টার্গেট ক্লিন। আর সবচেয়ে দারুণ ব্যাপার, দাম আয়ত্তের মধ্যে। মাত্র ছয় ডলার করে! মূলত সৌন্দর্যবিশ্বে সাধ্যের মধ্যে ক্লিন, সাসটেইনেবল হেয়ার কেয়ার প্রডাক্টের অভাব দূর করতেই প্রিয়াঙ্কার এই উদ্যোগ। মোট আটটি প্রডাক্ট মিলবে লাইনটিতে। যেগুলোর মধ্যে তিনটি শ্যাম্পু। চারকোল বেসড ক্ল্যারিফায়িং, সালফেট ফ্রি জেন্টল আর অ্যালো-নারকেল তেলের মিশ্রণে তৈরি হাইড্রেটিং শ্যাম্পু। কন্ডিশনারও মিলবে তিন ধরনের। চুলে শাইন, স্মুদেনিং আর ভলিউমের জন্য। আরও আছে অ্যাভোকাডো আর ক্যাস্টর সিড অয়েল যুক্ত কন্ডিশনিং ট্রিটমেন্ট মাস্ক। এত দিন শুধু ইউএস বেসড রিটেইল চেইন টার্গেটে মিললেও গেল মাসে ভারতে লঞ্চ হয়েছে অ্যানোমালি। মিলছে ভারতীয় লাইফস্টাইল এবং বিউটি রিটেইল কোম্পানি নায়কার অফিশিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলোতে।

মেকআপ মিটস ম্যাজিক

মেকআপপ্রেমী ডিজনি ভক্তদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে সিগমা বিউটি। এ মাসেই লঞ্চ হতে যাচ্ছে ব্র্যান্ডটির নতুন মেকআপ কোলাবরেশন। নাম অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। যাতে থাকছে ১৪টি প্যানের আইশ্যাডো প্যালেট। প্রাধান্য পেয়েছে সবুজ, বাদামি, হলুদের মতো প্রকৃতিঘেঁষা রংগুলো। ম্যাটের পাশাপাশি প্যালেট মিলবে শিমারি ফর্মুলার শ্যাডো। সঙ্গে থাকবে একটি ডুয়াল এন্ডেড আইশ্যাডো ব্রাশ। কালেকশনে মিলবে একটি পাঁচ পিসের মেকআপ ব্রাশ সেট। থাকবে প্রেসড পাউডার চিক ডুও। হাইড্রেটিং লিপ ক্রিম ফর্মুলার লিপ ডুও থাকবে কালেকশনে। প্রতিটি পণ্য ক্রুয়েলটি ফ্রি এবং সিগমা ক্লিন বিউটি প্রোগ্রামের অংশ। বিতর্কিত উপাদান যেমন প্যারাবেন, অ্যাসিটোন, ফরমালডিহাইড মুক্ত। পণ্যগুলোর দাম ৩৫ থেকে শুরু হয়ে ১২০ ডলার অব্দি। মিলবে সিগমা বিউটির অফিশিয়াল ওয়েবসাইটে।

ফেনটির অলওভার গ্লো ইনহ্যান্সার

নেক্সট লেভেল গ্লো চাই? বাজারে লঞ্চ হয়েছে ফেনটির নতুন প্রডাক্ট। ইজি ড্রপলিট অলওভার গ্লো ইনহ্যান্সার নামে শিয়ার কমপ্লেক্সন বুস্টার। প্রিজমেটিক পার্ল টেকনোলজিতে তৈরি হওয়ার এটি ত্বকে দেয় আলোকোজ্জ্বল আভা। এ ছাড়া ত্বকবান্ধব প্রিকলি পিয়ার এক্সট্র্যাক্ট এবং সোডিয়াম হায়ালুরনেটে তৈরি পণ্যটি ত্বকে জরুরি আর্দ্রতার জোগান দেয়। পমেগ্রেনেট পিল এক্সট্র্যাক্ট এবং ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর মিল্ক থিসল এক্সট্র্রাক্ট কমায় লোমকূপের পরিমাণ। চারটি ভিন্ন ভিন্ন শেডে বাজারে মিলবে এই অলওভার গ্লো ইনহ্যান্সার। পিঙ্ক পার্ল, ট্যাফি টোপাজ, হানি সিট্রিন আর ব্রোঞ্জ জ্যাসপার নামে। ফাউন্ডেশনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়, আবার শুধু এটা মেখে নিলেও ত্বকে তৈরি হবে অন্যতর উজ্জ্বলতা।

i বিউটি ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top