skip to Main Content
Nov @ Dec rashi

রাশি I বিনিয়োগে বিচক্ষণতা

ধনু
ভালো কাজে পিছপা হবেন না। সাহস নিয়ে এগিয়ে যান। ঠকবেন না। মনের মানুষকে সময় দিন। না হয় সম্পর্কে ভাটা পড়তে পারে। সৃজনশীল কাজে আনন্দ ও অর্থ—দুই-ই মেলে। কাজটা শুরু করে দিন। তবে অতি আনন্দে খাওয়া-দাওয়ায় বেপরোয়া হবেন না যেন। সুস্থ থাকার আইন মেনে চলুন।

মকর
বছরের শেষটায় সব মন খারাপের অবসান হওয়ার বিস্তর উপলক্ষ ঘটবে। বিশেষ করে প্রিয়জনের সঙ্গে রাগ-অভিমানের পালা শেষ হওয়ার সূক্ষ্ম সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের শিকে এ মাসেই ছিঁড়ল বলে! মানে বছরের শেষটা একেবারে খুশি মোবারক কাটবে।

কুম্ভ
ব্যবসা করতে গেলে অনেকের বিরাগভাজন হতে হয়। তাই সাবধানে কাজ করুন। না হলে চিৎপটাং! সামাজিক কাজে মেলা দিন যোগ দেননি। এবার সেদিকে একটু মনোযোগ দিন। পরিবারের সহযোগিতায় কর্মক্ষেত্রের অনেক সমস্যা উতরে যাবেন। সুতরাং নো চিন্তা।

মীন
জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক দৃঢ়তা, বন্ধন সকল বাধা দূর করতে কাজে দেবে। এবার সেই দৃঢ়তার খুব প্রয়োজন পড়বে আপনার। বড় বিপদের মোকাবিলা করতে হতে পারে। ভালো কিছু পাওয়ার পরিশ্রম করেছেন। প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়ে গেলে কেমন হবে?

মেষ
স্বাস্থ্যের যত্ন নিন। সুরক্ষিত থাকুন। পারিবারিক সময়টা দারুণ কাটবে। তাই মনোযোগ ওদিকেই রাখুন। মাসের মাঝ বরাবর কিছুটা চাপে পড়তে পারেন। এমন অনেকে আছে যারা আপনাকে মূল্যায়ন করে না। তাদের সঙ্গ না পেলেও আপনার ক্ষতি হবে না আশা করি।

বৃষ
একটা নতুন মোড় আসতে পারে প্রেমের জীবনে। সময়টা বিন্দাস কাটবে। তবে ঝুঁকিপূর্ণ কাজের দিকে আপাতত না যাওয়াই ভালো। নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে ভালো করে সব দিক যাচাই করে নিন। সে যত পরিচিত লোকের সঙ্গেই কাজটা হোক না কেন।

মিথুন
পরিবারের সবার সঙ্গে ঐক্য রাখুন। দেখবেন সব সময় বাড়িতে ওম শান্তি বজায় থাকবে। বয়োজ্যেষ্ঠদের শারীরিক অবস্থার দিকে রাখুন বিশেষ নজর। মাসের শেষটায় ভালো কিছু সুযোগ কর্মক্ষেত্রে আপনার অবস্থান তুঙ্গে রাখতে সহায়তা করবে। খুশি তো?

কর্কট
কাছের মানুষদের সঙ্গে সময় কাটান না কত দিন? এবারের সুযোগটা হাতছাড়া করবেন না। পুরোনো বন্ধুর সঙ্গ কাজে দেবে। প্রেম ও বিবাহের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝি আসতেই পারে। ইগোকে এক পাশে রেখে মনের আবেগটুকু উগরে দিন। একটা ফুলই না হয় তার হাতে তুলে দিলেন ভালোবেসে!

সিংহ
যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তার থেকে মুক্তি ঘটতে পারে। ভ্রমণের লগন তো শুরু হয়ে গেল। এবার বেরিয়ে আসুন কোথাও থেকে। মনে আরাম পাবেন। যেকোনো কাজ আনন্দ নিয়ে করার চেষ্টা করুন। এতে কাজটা ভালোভাবে শেষ হবে, ক্লান্তিও বোধ হবে না।

কন্যা
কাজের ফলাফল পছন্দমতো পেতে চাইলে চেষ্টা বাড়ানোও জরুরি। বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিন। অর্থনৈতিক বিষয়গুলো পরিবারের সদস্যদের সঙ্গে কম-বেশি আলোচনায় রাখুন। এতে আর কিছু না হোক অন্তত মানসিক সমর্থন-সহযোগিতা পাবেন।

তুলা
অপ্রয়োজনীয় খরচ আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে। অতএব সাধু সাবধান! মিতব্যয়িতার ক্ষেত্রে দৃঢ় থাকার চেষ্টা করুন। মাসের শেষটায় মন ফুরফুরা করা সংবাদ আর উৎসবের উপলক্ষ একই সঙ্গে এলে আর কী লাগে? তাই বিন্দাস থাকুন যথাসম্ভব!

বৃশ্চিক
পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ নিন। দীর্ঘদিনের অবসাদ এবার বছরের শেষটায় শেষ হতে পারে। নিজেকে সময় দিন। প্রয়োজনে একা বেড়িয়ে আসুন। নিজের জন্য কেনাকাটা করুন। সৌন্দর্যচর্চা করুন। দুটো দিন নিজেকে সম্রাট বা সম্রাজ্ঞী ভাবতে দোষ কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top