আজকের রাশি I ১১ জানুয়ারি
মেষ
উদ্ভট গপ্প ফেঁদে ঝামেলায় ফেলতে চাইবে কেউ। কেয়ারফুল থাকুন।
বৃষ
কাছের মানুষ আরও কাছে আসবে অদ্ভুত কোনো কারণে।
মিথুন
মেজাজ শীতল থাকবে। তারপরও ঝামেলা করছেন কেন?
কর্কট
আজ অলসতা কাজে পিছিয়ে ফেলে দিতে পারে।
সিংহ
আশাহত হতে পারেন আজ। হারের খুব কাছাকাছি থেকে ফিরে আসবেন।
কন্যা
অপ্রত্যাশিত কোনো সহায়তা পেতে যাচ্ছেন আজ।
তুলা
আজ সময়ের কাজ সময় থাকতেই করে ফেলুন।
বৃশ্চিক
হতাশায় ডুবে না গিয়ে কাজে ডুব মারুন আজ।
ধনু
আবেগে ভেসে না গিয়ে যুক্তির রাস্তায় হাঁটুন, নতুবা পস্তাবেন।
মকর
অযাচিত বেদনায় কাতর হবার সম্ভাবনা আছে।
কুম্ভ
কোনো ধরনের বিতর্ক করা যাবে না আজ।
মীন
আজ তুমুল উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্ত কাটাবেন।