বুলেটিন
নিভিয়ার বিশেষ সানস্ক্রিন
বিউটি ব্র্যান্ড নিভিয়া শিশুদের জন্য নিয়ে এসেছে বিশেষ সানস্ক্রিন। এরিথ্রপোয়েটিক প্রটোপরফাইরিয়ায় (ইপিপি) আক্রান্ত শিশুদের ত্বকে দারুণ কার্যকর। ইপিপিতে আক্রান্ত শিশুর মা-বাবার কাছ থেকে তথ্য নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন নিভিয়ার ফটোবায়োলজির চিফ সায়েন্টিস্ট লুদগি কোলবে। জানা যায়, এই অসুখে আক্রান্ত শিশুর ত্বক সূর্যের আলোর দৃশ্যমান এবং রঙিন উপাদানের সংস্পর্শে এলে সে নিউরোপ্যাথিক পেইনে ভোগে। অর্থাৎ, ইউভির সংস্পর্শে শিশুর ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এমনকি চামড়া পুড়ে যেতে পারে। নিভিয়ার তৈরি করা সানস্ক্রিনটির পুরো প্রলেপ যদি এমন শিশুর ত্বকে দেওয়া যায়, তাহলে তাকে কিছু সময়ের জন্য সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে নেওয়া সম্ভব হবে। জানা গেছে, চার বছর বয়সী জার্মান শিশু শারলট আক্রান্ত হয়েছিল ইপিপিতে। ঘরের বাইরে পা ফেলার সুযোগ ছিল না তার। খেলা তো অসম্ভব। শারলটের মা-বাবা নিভিয়ার মাদার কোম্পানি বায়ারসডরফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানালে নিভিয়া তৈরি করে বিশেষ এই সানস্ক্রিন। নামও রাখে ওই শিশুর নামে, শারলট ক্রিম।
টিকটক হাইপে রেভলন গ্লাস শাইনি লিপস্টিক
টিকটকে রেভলনের লিপস্টিক নিয়ে দারুণ হইচই। বিউটি কনটেন্ট ক্রিয়েটররা ব্যস্ত এই বিউটি প্রডাক্টের নতুন পোস্ট নিয়ে। ড্রাগ স্টোর ব্র্যান্ড হিসেবে রেভলনের জনপ্রিয়তা রয়েছে। জেন জি আর মিলেনিয়ালদের কাছে নতুনভাবে জনপ্রিয়তা পেয়েছে এই বিউটি লেবেল। সুপার লাস্ট্রাস গ্লাস শাইনি লিপস্টিকের সাকসেস স্টোরি এদের নতুন সংযোজন। এই লিপস্টিকের ফর্মুলা ল্যাভিস লিপস ইন ব্রিলিয়ান্ট কালার আর প্রচুর গ্লাসি শাইন। বাজারে প্রথম এসেছিল ২০২০ সালে। তবে এখন খুঁজে পাওয়া কষ্টসাধ্য। গেল বছরের শেষের দিকে শাইনি এই লিপস্টিকের চাহিদার পারদ পৌঁছে যায় চূড়ায়। টিকটক সেলিব্রিটিরা এই ড্রাগ স্টোর ইউনিকর্ন নিয়ে কনটেন্ট তৈরি করে জানান দিয়েছেন সৌন্দর্য প্রসাধন বিশ্বে। এই প্রডাক্ট একই সঙ্গে গ্লস এবং লিপস্টিকের আইডিয়াল ফিউশন। স্টিকি যেমন হয় না, তেমনি ড্রাই হয়ে অস্বস্তিও তৈরি করে না। ১৪টি শেডে এসেছিল এই লিপস্টিক। টিকটকে সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া শেডগুলো হচ্ছে রাম রাইজিন, ন্যুড ইল্যুমিনেটর, টোস্টিং গ্লাসেস।
রিহানার এসেন্স ইন আ বটল
সুগন্ধির সম্ভারে নতুন যুক্ত হয়েছে রিহানার ফেন্টি ইউ দি পারফিউম। এতে আছে বেশ কটি সুবাসের মিশ্রণ। ভিন্ন নোটে ভিন্ন খুশবুর গল্প। মাস্ক, ম্যাগনোলিয়া, বুলগেরিয়ান রোজ মিশে গেছে রিহানার পারফিউম বটলে। এই সুগন্ধি সম্পর্কে এই তারকা তার রহস্য চাদরে মোড়া জীবনকে বেশ খানিকটা মেলে ধরেছেন। জানা যায়, মায়ের শরীর থেকে পাওয়া প্রাকৃতিক সুগন্ধকে তার জীবনের প্রথম সুবাস বলে মনে করেন রিহানা। এই হায়েস্ট সেলিং ফিমেল আর্টিস্ট পছন্দ করেন পারফিউম নোটের ভিন্নতা। তার ব্র্যান্ড ফেন্টির পারফিউমে বিষয়টি মনে রেখে ডিজাইন করা হয়েছে। এর ব্যবহারকারী টপ-হার্ট-বেইজ নোটে আনকোরা স্বাদ পাবেন। স্পাইসি ও সুইট নোটের ডুয়ো একই সঙ্গে ম্যাসকুলিন আর ফেমিনিন অনুভূতি দেবে—দাবি রিহানার। একই অনুরণন ক্রেতাদের মাঝেও ছড়িয়ে দেওয়ার ইচ্ছায় পারফিউমটি নিয়ে এসেছেন তিনি। উপাদান সংগ্রহে ঘুরেছেন বহু জায়গা। এর মধ্যে ফ্রেঞ্চ রিভেয়েরার শহরও রয়েছে।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ