বাইট
বার্গার কিংয়ের মুকুটে নারাজ কিং চার্লস
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস সম্প্রতি কুইন কনসর্ট ক্যামিলাকে নিয়ে জার্মানিতে গিয়েছিলেন। কিং ও কুইন হিসেবে এটিই তাদের একসঙ্গে প্রথম বিদেশ সফর। এ সময় বার্লিনের রাস্তায় বিড়ম্বনায় পড়েন রাজা। হামবার্গার ফাস্ট ফুড রেস্টুরেন্টের আমেরিকানভিত্তিক মাল্টিন্যাশনাল চেইন ‘বার্গার কিং’-এর একটি কাগুজে মুকুট তার মাথায় পরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন এক ব্যক্তি। কিং চার্লস অবশ্য বিনয়ের সঙ্গে তাকে নিরস্ত করেছেন। তবে রাজাকে এভাবে অপদস্থ করার কারণে বেশ সমালোচিত হতে হয়েছে বার্গার কিংকে।
পিৎজায় ধনেপাতার জয়জয়কার
নতুন ধরনের পিৎজা বাজারে এনেছে পিৎজা হাট জাপান। নাম দিয়েছে ‘পাকুচি সুগিতে কুসা’। সরল বাংলায়, ‘বেশি মাত্রায় ধনিয়া ভেষজ’! স্বনামধন্য এই রেস্টুরেন্ট চেইন তাদের নতুন মেনুতে জায়গা দিয়েছে বিশেষ এই পিৎজাকে। ব্র্যান্ডটির দাবি, এতে রয়েছে মাত্রাতিরিক্ত ধনেপাতা। ভেষজপ্রেমীদের পিৎজার নতুন স্বাদ দিতেই নাকি এই উদ্যোগ। ১৯ ডলারের এই পিৎজায় আরও রয়েছে চিংড়ি, টমেটো সস, সুইট ও স্পাইসি কোরিয়ান সস প্রভৃতি উপাদান। নিজেদের ওয়েবসাইটে পিৎজা হাট জাপান আরও দাবি করেছে, ‘একবার খেলে আপনি এর প্রতি নিশ্চিত আসক্ত হয়ে পড়বেন!’
ঝিনুক খেতে বসে মুক্তা পেলেন নারী!
সম্প্রতি রেস্তোরাঁয় প্রিয় মানুষের সঙ্গে রোমান্টিক খাবার উপভোগ করতে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ডালাস শহরের এক তরুণী। অর্ডার করেছিলেন সুস্বাদু সি ফুড। তাতেই ঘটে গেল এক আজব কাণ্ড। খাদ্য হিসেবে পরিবেশিত ঝিনুক থেকে বেরিয়ে এলো মুক্তা! কেনিয়া ম্যাক নামের ওই তরুণী সেই সৌভাগ্য ঘিরে একটি ক্লিপ প্রকাশ করেছেন টিকটকে। তাতে নেট দুনিয়ায় তোলপাড়। ভিউ প্রায় ৮ লাখ। কেনিয়া জানান, খেতে বসে তিনি ঝিনুকের ভেতর ছোট্ট একটি বিশেষ উপাদানের উপস্থিতি টের পান। সেটি অবশ্যই খাদ্য উপাদান নয়। কী সেটি? ভালোভাবে পরখ করে রীতিমতো চমকে ওঠেন তিনি। এ যে সত্যিকারের মুক্তা! নিজেকে সৌভাগ্যবতী মনে করা উচ্ছ্বসিত কেনিয়া বলেন, ‘এটি একেবারেই পুঁচকে, তবু মুক্তা!’
তাগা ম্যান সাহরি আন্ডার দ্য স্টারস অ্যাট টেরাকোটা টেলস
রমজানে দেশি ফ্যাশন ব্র্যান্ড তাগা ম্যান নিয়ে আসে ‘সাহরি আন্ডার দ্য স্টারস অ্যাট টেরাকোটা টেলস’। পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশেষ এ সময় উদ্যাপনের উদ্দেশ্যে রাজধানীর তেজগাঁওয়ে আড়ংয়ের মাল্টি ব্র্যান্ড আউটলেটের পাশে অবস্থিত ডাইনিং স্পট টেরাকোটা টেলসে অনুষ্ঠিত হয় ‘সাহরি আন্ডার দ্য স্টারস’ ইভেন্ট। ৩০ ও ৩১ মার্চ এবং ৬, ৭, ১৩ ও ১৪ এপ্রিল রাত ১০টা থেকে সাহ্রি পর্যন্ত। তাতে অতিথিরা উপভোগ করেন টেরাকোটা টেলসের একটি বিশেষ সাহ্রি মেনু, যাতে ছিল পরিচিত ও নতুন—উভয় ধরনের খাবার। এ ছাড়া অতিথিরা সারা রাত উপভোগ করেন বারবিকিউ স্টেশন, জুস বুথ এবং স্ন্যাকস স্টেশন। ইভেন্টে ছিল নানা অ্যাকটিভিটি। ব্লক প্রিন্টিং ও গয়না তৈরির অভিজ্ঞতা দিতে ছিল ক্রাফট স্টল। ইভেন্টে আগতরা ডার্ট গেমে অংশ নেওয়ার মাধ্যমে পেয়েছেন বিনা মূল্যে আড়ং আর্থ পণ্য জয়ের সুযোগ।
ফুড ডেস্ক
ছবি: সংগ্রহ