রাশি I সদা সাবধান!
সিংহ
নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে অগ্রগতি নিশ্চিত, এ জানা কথা। সঙ্গে সাফল্য যোগ হলে নিশ্চয় মন্দ হয় না? ছোট ছোট প্রাপ্তি জমে এক সময় বড় আনন্দ হয়ে ধরা দেবে। মাসটি আনন্দের ছটায় রঙিন হতে যাচ্ছে।
কন্যা
বিভিন্ন সমস্যা কাটিয়ে খানিক অবসন্ন? কোথাও বেড়াতে যেতে ইচ্ছে না করলে পরিবারের সঙ্গে সময় কাটান বেশি। প্রয়োজনে অফিস থেকে ছুটি নিন। মনে রাখবেন, পরিবার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়।
তুলা
দেরিতে হলেও নিজের ভুল শুধরে নিতে যাচ্ছেন। এবার সব অনুকূলে থাকবে, আশা করা যায়। মন খারাপের কিছু ঘটনা ঘটলেও সেই মেঘ কেটে যাবে আনন্দের বর্ষণে। এবার তো মুখটা হাসি-হাসি করুন!
বৃশ্চিক
কী হবে, কীভাবে হবে কিংবা হবে না কিছুই—এ ধরনের দুশ্চিন্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। শুধু নিজের কাজটুকুই করে যান। প্রাপ্তিটুকু ভুলিয়ে দেবে না পাওয়ার কষ্ট সব। আনন্দের দিন রয়েছে অপেক্ষায়।
ধনু
নিজেকে লুকিয়ে রাখা মোটেই কাজের কথা নয়। নিজেকে প্রকাশ করুন। খুব সাধারণ কাজই নতুনভাবে করতে যাচ্ছেন। সাবলীলভাবে আর মন লাগিয়ে কাজ করলে সাফল্য ধরা না দিয়ে যাবে কোথায়?
মকর
পারিবারিক কাজে ভীষণ ব্যস্ত কাটবে চলতি মাস। তবে কাজে পূর্ণ মনোযোগ প্রয়োজন। একটু ভুল হলেই বেশ ভুগতে হবে পরে। শরীরের সঙ্গে মনেরও খুব যত্ন নিন। কেন? সে তো আপনার জানাই!
কুম্ভ
অনেক দিনের পারিবারিক ঝামেলা মিটতে যাচ্ছে। মনের ধকল দূর করতে সবাইকে নিয়ে বেড়িয়ে আসুন। খরচ নিয়ে ভাবছেন কেন? সেটি যেমন যাবে, আসবেও একইভাবে! তবে খরচে একটু লাগাম চাই।
মীন
বাড়া ভাতে কেউ ছাই দিয়ে বসতে পারে এ মাসে! তাই সদা সাবধান! আবার মেঘ না চাইতেই টিপটিপ বৃষ্টিও শুরু হতে পারে। সব মিলিয়ে অভিভূত হয়ে পড়বেন। সেই ঘোরেই কাটবে এ মাস।
মেষ
নিজের কারণেই আচমকা কিছু ঘটে যাওয়া আপনার জীবনে অস্বাভাবিক নয়। তাই বলে সব ঘটনাকে নেতিবাচক হিসেবে ধরবেন না। আপনার ঘটানো অনেক কাজই অন্যের আনন্দের কারণ হবে।
বৃষ
নিজেকেও সময় দেওয়া দরকার। ফলে অনেক ঘোলাটে বিষয় পরিষ্কার হবে। অনেক সময় আবেগকে শাসনে রাখা চাই। তাতে ভুল হওয়ার ঝুঁকি কমে। ভুল শোধরানোর যে সুযোগ পেতে যাচ্ছেন, কাজে লাগান।
মিথুন
প্রিয়জনকে এবার সময় দিন। অন্যথায় দূরত্ব বাড়তে পারে আরও। টাকার কথা চিন্তা না করে ভালো কোনো উপহার দিন। কিংবা সারপ্রাইজ। তার মন ভালো থাকলে আপনিও ভালো থাকবেন, বিশ্বাস করুন!
কর্কট
যে ঝামেলাগুলো জট পাকিয়ে রয়েছে, এবার সেগুলোর অবসান হওয়ার পালা। তবে নতুন ঝামেলাও ওৎ পেতে রয়েছে, সেগুলো থেকে বাঁচতে সচেতন থাকুন। প্রয়োজনে হাওয়া বদল করে আসুন।