ব্র্যান্ড টক I রেয়ার বিউটি
জনপ্রিয়তার কারণ
কালেকশনে শেডের ব্যাপকতা
অন্য মেকআপ লাইনের প্রোডাক্টের সঙ্গে ব্যবহার উপযোগী
ফুল প্রুফ ব্লাশ
সেলিব্রিটি লাইন। আমেরিকান তারকা সেলিনা গোমেজের। এর মেকিং, কিউরেশন এমনকি ফর্মুলেশন—সব ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সহজে ব্যবহারযোগ্য। যারা মেকআপ নিয়ে নিরীক্ষায় আগ্রহী, তাদের জন্য এই লেবেলের টেক্সচার উপযুক্ত। শেডগুলোও ইনক্লুসিভ। মনমতো বেছে নেওয়ার সুযোগ আছে। ব্যবহারকারীদের ত্বক নিয়ে সচেতন রেয়ার বিউটি। নন-কমেডোজেনিক। ডারমাটোলজিক্যালি টেস্টেড। প্রতিটি পণ্য ভেগান। ক্রুয়েলটি ফ্রি। এই বিউটি ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরিতে কোনো প্রাণী নিষ্ঠুরতার শিকার হয় না।
সৌন্দর্য সব সময় নিখুঁত হয় না। এই সত্যতায় বিশ্বাসী ব্র্যান্ড রেয়ার বিউটি। তাদের অফিশিয়াল ওয়েবসাইটে মিলেছে এর সুস্পষ্টতা। ব্র্যান্ডটি একটি কমিউনিটি তৈরি করতে চায়, যারা একে অন্যের প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল। এই লেবেল বার্তা দেয়, তৈরি করে অর্থপূর্ণ যোগাযোগ ও সম্পর্ক। সত্যতা ও ইতিবাচকতাকে দেয় গুরুত্ব। বিশ্বাস অর্জন করতে স্বচ্ছতাকে প্রাধান্য দেয়। দুর্বলতার মাঝে শক্তি খুঁজে নেয়। ব্র্যান্ডটির প্রোডাক্ট লাইনে আছে ফেইস, লিপ এবং আই প্রোডাক্ট।
হিরো প্রোডাক্ট
জনপ্রিয় বিউটি ওয়েবসাইট বারডির এডিটোরিয়াল অ্যাসোসিয়েট হোলি রু এই ব্র্যান্ডের সফট পিঞ্চ লিকুইড ব্লাশ সম্পর্কে বলেন, ‘যারা ব্লাশ ভয় পান, তাদের জন্য তৈরি এই ব্লাশ’। লিকুইড ফর্মুলায়। সহজে ত্বকে মিশে যায়। চারটি শেডে পাওয়া যায়। ম্যাট ও রেডিয়েন্ট ফিনিশে।
ক্রেতা আক্ষেপ
অতিরিক্ত পিগমেন্টেড, তাই বেশি বেশি দিয়ে ফেলার শঙ্কা রয়ে যায়।
বিউটি ডেস্ক
ছবি: রেয়ার বিউটির সৌজন্যে