আজকের রাশি I ১০ আগস্ট
মেষ
দুষ্টবুদ্ধির লোকের খপ্পরে পড়তে পারেন আজ। সমঝোতায় যাবেন না।
বৃষ
ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সফল হবেন আজ।
মিথুন
বিক্ষুব্ধ হবেন দারুণভাবে। অযথা বাক্য ব্যয় থেকে দূরে থাকুন।
কর্কট
অপ্রত্যাশিত চাপ সামলাতে হবে আজ। মাথা ঠান্ডা রাখুন।
সিংহ
পুরোনো বন্ধুর সহযোগিতায় মানসিক প্রশান্তি পাবেন।
কন্যা
বেফাঁস কিছু জানতে পারবেন আজ। কী করতে হবে তাও বেশ জানেন।
তুলা
দুরূহ কাজটি কিন্তু আজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন।
বৃশ্চিক
শিহরিত হওয়ার মতো কোনো ব্যাপার ঘটতে যাচ্ছে আজ।
ধনু
মাস্টার প্ল্যান করা দরকার। অস্থির না হয়ে ঠান্ডা মাথায় এগিয়ে যান।
মকর
পুরোনো কোনো ঘটনায় নস্টালজিক হয়ে পড়তে পারেন।
কুম্ভ
মুখরোচক সময় বলে যে কিছু আছে, এমন কিছুর মুখোমুখি হতে পারেন।
মীন
চুলচেরা বিশ্লেষণ না করে কোনো সিদ্ধান্তে যাবেন না আজ।