আজকের রাশি I ১৪ আগস্ট
মেষ
উফ্! কী অসাধারণ সুন্দর দিন। কখনো তা কল্পনায়ও আপনার ছিল না!
বৃষ
কাঁটা কাঁটা কথা বলে অস্থির করে তুলতে চাইবে কেউ। যা আপনার কাম্য ছিল না।
মিথুন
সাদামাটাভাবে দিনটা শুরু হলেও শেষ হবে মহাসমারোহে! কেন? বুঝবেন সহজেই।
কর্কট
উদ্যম আর পরিশ্রম দিয়ে যে এফোঁড়-ওফোঁড় করা যায়, তা দেখিয়ে দেবেন আজ।
সিংহ
কিছু তিক্ত অভিজ্ঞতা আজ আপনাকে তাড়া করে বেড়াবে।
কন্যা
পরিশ্রমের সঙ্গে ধকলও থাকছে। তবু কেন যেন চনমনেই থাকবেন।
তুলা
কারও অনধিকার চর্চা বেশ ক্ষেপাবে হয়তো। তা তো আপনার অভিজ্ঞতাতেই ছিল।
বৃশ্চিক
কারও বিচিত্র ভাবনায় মুগ্ধ হবেন। এ ভুবনে কত অদ্ভুত ঘটনাই না ঘটে।
ধনু
জিলেপির প্যাঁচ গুনতে শুরু করবেন আজ। সেই ধৈর্য তো থাকতে হবে, নাকি?
মকর
তেমন কিছু হয়নি- তা ভেবে কোনো পাত্তাই আজ দেবেন না কোনো কিছুকে।
কুম্ভ
কেউ সুযোগ পেয়ে ভিড়তে পারে কাছে। বুড়ো আঙুলটা বের করুন না।
মীন
সরল বিশ্বাসের জায়গাটায় নাড়া খেতে পারেন। মানুষকে যে কেন এত বেশি ভালোবাসেন।