আজকের রাশি I ৮ অক্টোবর
মেষ
রুটিরুজি নিয়ে বেশ চিন্তায় আছেন। সবুজ বাতি দেখতে যাচ্ছেন।
বৃষ
উত্তেজনার বশে আজ কোনো কাজ করতে যাবেন না।
মিথুন
নতুনত্বের সন্ধানে আলোড়িত হবেন বেশ। শেখা হবে অনেক কিছু।
কর্কট
নানা কারণে দিনটা বেশ আড়ম্বরপূর্ণ হবে আপনার জন্য।
সিংহ
উদাসীন ভাইরাস ভর করতে পারে আজ। সাবধান।
কন্যা
হৃদয়ের ফুটপাতে কেউ বারবার চক্কর দিতে পারে আজ।
তুলা
কারও বেপরোয়া ভাব বেশ বিরক্তির উদ্রেক ঘটাবে। সহজাত আচরণ করুন।
বৃশ্চিক
সব ক্রিয়ার কিন্তু প্রতিক্রিয়া দেখাতে হয় না। আজ এই শিক্ষা বেশ জরুরি।
ধনু
আপনার সততা প্রেমে শক্তিশালী হওয়ার সফল অস্ত্র।
মকর
কারও উচ্চবাচ্যে প্রভাবিত না হয়ে নিজের কাজটাই করুন।
কুম্ভ
পদস্থ কোনো ব্যক্তির সাহায্য আপনার কাজে লাগবে।
মীন
ব্যবসায় আজ নতুন কোনো সম্ভাবনা দেখা দিতে পারে।