বিউটি বক্স
শাইন অন লিপ জেলি
জেলি ফর্মুলায় তৈরি লিপ প্রোডাক্ট এনেছে টাওয়ার ২৮। পুষ্টিকর তেলের উপস্থিতি আছে ময়শ্চারাইজিং এ পণ্যে। বাতাসে শীতের সৌরভের এ সময়ে ঠোঁটের কোমলতা নিশ্চিত করা প্রসাধনটির মূল উদ্দেশ্য। নন-স্টিকি কিন্তু হাই শাইন ফিনিশ দেবে। গ্লসি ও মিল্কি—দুটি ধরনে পাওয়া যাচ্ছে। তৈরি হয়েছে ভেগান কুকি ডো ব্র্যান্ড ‘ডু’ এর সঙ্গে কোলাবোরেশনে। সংবেদনশীল ত্বকে ব্যবহার উপযোগী। ভেগান পণ্য। দাম ১ হাজার ৭০০ টাকা।
ব্লু লেগুন আইল্যান্ডের আইক্রিম
বিএল প্লাস কমপ্লেক্স এবং বাকুচিওল ব্যবহারে প্রস্তুত হয়েছে ব্লু লেগুন আইল্যান্ডের আইক্রিম। এটি কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করে। ফাইন লাইন ও রিংকেলের উপস্থিতি দূর করে। নিয়াসিনামাইড থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে ভূমিকা রাখে। বয়সের ছাপ স্থায়ী হতে দেয় না। তারুণ্য ধরে রাখে। পণ্যটিতে সুগন্ধির উপস্থিতি নেই। ডারমাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত। চোখের কাছের সংবেদনশীল ত্বকে ব্যবহার উপযোগী। ত্বকের সঙ্গে সহজে মিশে যায়। মূল্য ১১ হাজার টাকা।
ইউ বিউটি হাইড্রেটর
ফিউচারিস্টিক ফর্মুলা। আধুনিক দিনের ময়শ্চারাইজার। নমনীয়। মেকআপকে হালকা রাখতে ভূমিকা রাখে। সেলফ অ্যাডজাস্টিং রঙের হওয়ায় ত্বকের সঙ্গে মিশে যায় সহজে। আলাদা করে কোনো ভারী প্রলেপ তৈরি করে না। সিরেন ক্যাপসুল টেকনোলজি সম্পন্ন। বিভিন্ন রকম তেলের উপস্থিতি আছে। যেমন অ্যাভোকাডো, অরগানিক আর্গন, গ্রেপ সিড। শিয়া বাটারও আছে। এসব উপাদানের ব্যবহার পরবর্তী ৪৮ ঘণ্টা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। ত্বকের টেক্সচার মসৃণ রাখতেও কার্যকর। ত্বকে থ্রি ডি ময়শ্চারাইজার শিল্ড তৈরি করে। কেনা যাবে ৩ হাজার টাকায়।
জোন্স রোড মিরাকেল বাম
নো মেকআপ মেকআপ এখন ইন ট্রেন্ড। এই চলতি ধারার জন্য উপযোগী প্রসাধন তৈরি করেছে জোন্স রোড। সফট ফোকাস ময়শ্চারাইজার। হালকা টেক্সচারের পণ্য। ব্যবহারে ফাউন্ডেশনের ওপরে প্রলেপের মাধ্যমে ত্বকে রিফ্রেশিং লুক নিয়ে আসা সম্ভব। মোট দশটি শেডে পাওয়া যাচ্ছে। ক্লিন বিউটি ফর্মুলায় তৈরি, তাই ক্রুয়েলটি ফ্রি। খরচ পড়বে ৩ হাজার ৮০০ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ