আজকের রাশি I ২৯ নভেম্বর
মেষ
গা এলিয়ে বিশ্রামের দিন আজ। তেমন কোনো কাজই নেই।
বৃষ
গোল বাধতে পারে। সুচিন্তার পরিচয় দেবেন আজ।
মিথুন
কারও তর্জন-গর্জনে চটবেন না। নিজের কাজ চালিয়ে যান।
কর্কট
প্রবল একটা ঝাঁকুনি অনুভব করবেন আজ। হৃদয়ে।
সিংহ
কোনো একটা ঘটনায় দারুণ উৎসাহিত হয়ে উঠতে পারেন।
কন্যা
টালবাহানা করে কেউ টলাতে চাইবে আপনাকে। সাবধান থাকুন।
তুলা
আপনার খেয়ালের নোঙর নতুন কোনো ঘাটে ভিড়বে। বেশ উত্তেজিত থাকবেন।
বৃশ্চিক
বারবার তাকিয়ে কেউ মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। একটু মনোযোগ দিন না।
ধনু
পরখ করে নেওয়ার সুযোগ পাবেন আজ। তার পরেই নাহয় সিদ্ধান্ত নিন।
মকর
দাঁত কিড়মিড়িয়ে সহ্য করেছেন অনেক। আর সহ্যের সীমা বাড়াতে হবে না।
কুম্ভ
যে তীব্র অভিমান ভর করেছিল আজ, তা নেমে যাবে। শিগগিরই।
মীন
কারও নিষ্ক্রিয়তায় ক্ষেপে যেতে পারেন। তার চেয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।