ব্র্যান্ড টক I আইটি কসমেটিকস
ক্রেতাপ্রিয়তা
হাইড্রেটিং
লাইট ওয়েট
অল্প পরিমাণেই মেকআপ সম্পন্ন
আইটি কসমেটিকস যুক্তরাজ্যের বিউটি ব্র্যান্ড। একমাত্র এই মেকআপ লেবেলের আছে প্লাস্টিক সার্জনদের সঙ্গে পার্টনারশিপ। ফলাফল—হাই-টেক ফর্মুলা। স্কিন কমপ্লেক্সেশনে দ্রুত এবং লং লাস্টিং পরিবর্তন নিয়ে আসতে সক্ষম। তাই এই ব্র্যান্ডের কমপ্লেক্সেশন পারফেক্টিং পণ্যগুলোর আলাদা কদর রয়েছে। বিশেষ করে ত্বকে রেডনেস এবং অ্যাকনের সমস্যায় ভুক্তভোগীদের কাছে।
হিরো প্রোডাক্ট
সিসি ক্রিম। এটি বিশেষভাবে পরিচিতি পেয়েছে কমপ্লেক্সেশনে প্রভাব রাখতে পারে বলে। কমপ্লেক্সেশন পারফেক্টিংয়ে বিউটি ক্রিমটি। এসপিএফ-৫০ যুক্ত। অর্থাৎ সানস্ক্রিনের মতো ত্বকে ঢাল হিসেবে কাজ করে। সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এসব কারণে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বেস্ট সেলিং সিসি ক্রিম ছিল এটি। কার্যকর উপাদানের ব্যবহার এই ক্রিমকে জনপ্রিয় করে তুলেছিল। সাধারণত যেসব গুণ সেরামে পাওয়া যায়, সেগুলোর উপস্থিতিও ছিল; যা ক্রেতাসন্তুষ্টির কারণ হিসেবে কাজ করেছে। যেমন পেপটাইড, হায়ালুরনিক অ্যাসিড ও কোলাজেন। ক্রিমটি দুটি ভার্সনে পাওয়া যায়—একটি শুষ্ক, অপরটি তৈলাক্ত ত্বকের জন্য। ফুল কাভারেজ দেয়। ১২টি শেডে মিলছে। ত্বকে ন্যাচারাল ফিনিশ দেয় ক্রুয়েল্টি ফ্রি এ প্রোডাক্ট।
ক্রেতা আক্ষেপ
অক্সিডাইজড হওয়ার আশঙ্কা থাকে।
বিউটি ডেস্ক
ছবি: আইটি কসমেটিকস-এর সৌজন্যে