ট্রেন্ড ইন I হালের হলদেটে হাওয়ায়
গা ভাসাচ্ছেন সব বয়সী ফ্যাশনেবল মানুষ। যদিও প্রবণতার পেছনে প্রভাবক জেনারেশন জি। ঠিক যেমনটা গেল বছর গোটা বিশ্ব মেতে উঠেছিল মিলেনিয়াল প্রাণিত পিঙ্কে। নির্ঝঞ্ঝাট, অনায়াস এবং স্বতঃস্ফূর্ত শক্তির আধার যেন এ সোনাঘেঁষা রং। আলোক উদ্ভাসিত করে তুলতে সক্ষম যে কারও ক্লজেটকে
মডেল: লিন্ডা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: মুক্তা
ছবি: কৌশিক ইকবাল