আজকের রাশি I ২৮ ফেব্রুয়ারি
মেষ
মনটা কি উধাও হয়ে গেল? কী যে হলো!
বৃষ
হৃদয় ভরাট প্রকল্পের কাজে বেশ ব্যস্ত থাকবেন। এত রোম্যান্টিসিজম কোথায় ছিল?
মিথুন
অর্থযোগ হতে পারে আজ। হুট করেই।
কর্কট
হিসাবে গোলমাল করতে চাইবে কেউ। খুব সাবধান।
সিংহ
সুযোগ পাবেন। তা কিন্তু কাজে লাগানো চাই।
কন্যা
ক্ষমা মহৎ গুণ। এ গুণেই অন্য রকম হবেন আজ।
তুলা
অপ্রিয়জন কেউ প্রিয়জন হয়ে উঠবে। অদ্ভুত।
বৃশ্চিক
পুনরায় শুরু করুন। দমে যাবেন না মোটেও।
ধনু
কারও খেয়ালিপনায় বিব্রত হবেন। সতর্কতা কাম্য।
মকর
একগুঁয়েমি করাটা স্বভাবে নেই আপনার। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিন।
কুম্ভ
কথার পিঠে কথা সাজাতে হবে আজ। পারবেন?
মীন
লক্ষ্য বিচ্যুত করতে চাইবে কেউ। পাত্তা দেবেন না।