আজকের রাশি I ২০ মার্চ
মেষ
আপাতদৃষ্টিতে অনর্থক হলেও দিন শেষে কাজের একটা অর্থ দাঁড়াবে।
বৃষ
মন ফুরফুরে হচ্ছে।এর যথেষ্ট কারণও আছে আজ।
মিথুন
সরলরেখার মতো সোজা দিন। নো ঝামেলা।
কর্কট
আজ অর্থনৈতিক কাজে তেজি ভাব থাকতে পারে।
সিংহ
আজ আপনার প্রেমিক মন তার ঠিকানা খুঁজে পাবে।
কন্যা
আইনি কোনো সমস্যার সমাধান হতে পারে আজ।
তুলা
সুবর্ণ সুযোগ পাবেন আজ। জলদি তা কাজে লাগান।
বৃশ্চিক
প্রচন্ড ব্যস্ত দিন। তবু না জিরিয়ে ঘাম ঝরান।
ধনু
পছন্দের কাজেই ডুবে থাকবেন সারাটা দিনজুড়ে।
মকর
বলুন। আজ মনের কথাগুলো তাকে বলতেই হবে।
কুম্ভ
বিচক্ষণতার পুরস্কার হাতেনাতে পাবেন আজ।
মীন
আপনার চাওয়াটাই পূরণ হতে যাচ্ছে। তবু মুখ কালো কেন এমন?