আজকের রাশি I ২২ মার্চ
মেষ
কারও হৃদয়হীনতায় বেশ আঘাত পাবেন আজ।
বৃষ
আপনার শিথিলতার সুযোগ নিতে পারে কেউ। সাবধান।
মিথুন
ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগতে পারে।উল্লসিত হবেন।
কর্কট
খেটেখুটে হয়রান করেছেন নিজেকে। আজ সুমিষ্ট ফল পাবেন।
সিংহ
অদ্ভুত এক প্রাণশক্তি অনুভব করবেন নিজের মধ্যে। মন ভোলানো দিন।
কন্যা
অস্ফুট কিন্তু তীক্ষ্ণ সুরটা শুনতে পাবেন। অর্থটা বুঝতে খুব সময় লাগবে না।
তুলা
স্বাভাবিক কোনো ব্যাপারেই অস্বাভাবিকতা টের পাবেন। তৃতীয় নয়নটা খোলা রাখুন!
বৃশ্চিক
শখ পূরণের দিন আজ। লাখ টাকার হলেও পূরণ হচ্ছে।
ধনু
শুভকাজে হাত দিতে যাচ্ছেন।ভাগ্য সুপ্রসন্ন আজ।
মকর
ঠিক সময়েই এসে পড়বে সে। যার জন্য অপেক্ষা করছেন।
কুম্ভ
কাজটা কাঁচা হলেও পাকা করে নেওয়ার সুযোগ পাবেন।
মীন
কিছু কিছু ব্যাপারে আপনি একেবারে নাছোড়বান্দা। সেটা প্রাপ্তিরই বটে।