ব্র্যান্ড টক I ইমান
ক্রেতাপ্রিয়তা
লাইট ওয়েট
এয়ারলেস পাম্প বটল প্যাকেজিং
স্মুথ অ্যাপ্লিকেশন
আইকনিক সুপার মডেল ইমান, নিজের নামে ১৯৯৪ সালে শুরু করেছিলেন বিউটি ব্র্যান্ডটি। একই সঙ্গে স্কিন কেয়ার এবং কসমেটিক তৈরি করে। মডেল ইমান একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে লেবেলটি তৈরি করেন। মূলত ডার্ক শেডের স্কিন উপযোগী পণ্য তৈরিই মূল লক্ষ্য ছিল। কারণ, তিনি নিজেই শেডের সীমাবদ্ধতার সমস্যায় ভুগেছেন। তখনকার দিনে ফাউন্ডেশন শেডের বৈচিত্র্য কম ছিল। ক্রেতাচাহিদা অনুযায়ী প্রোডাক্ট মিলত না বললেই চলে। পরে ইমান ফাউন্ডেশন প্রস্তুত করা শুরু করে এবং বর্তমানে মোট ১৬টি শেড আছে ব্র্যান্ডটির। মেকআপ প্রোডাক্টে শেডের সীমাবদ্ধতা অনেককে সাজের বিষয়ে নিরুৎসাহিত করে। সেই সমস্যা কিছুটা হলেও কমিয়ে আনতে পেরেছে বলে দাবি ইমানের।
হিরো প্রোডাক্ট
কনসিলিং ফাউন্ডেশন। গাঢ় ত্বকরঙে ব্যবহার উপযোগী। বিল্ডেবল ফর্মুলা। ফুল কাভারেজ নিশ্চিত করে। পুরো ফেসে ব্যবহার করা যেতে পারে, আবার চাইলে নির্দিষ্ট কোনো অংশেও। অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি আছে; যা ত্বকের জন্য ভালো।
ক্রেতা আক্ষেপ
অক্সিডাইজড হতে পারে।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ