আজকের রাশি I ১৭ এপ্রিল
মেষ
সাঁ করে শেষ হয়ে যাবে দিনখানা, ব্যস্ততায় ভরপুর একটি দিন, তবু প্রিয়জনকে সময় দেয়া চাই।
বৃষ
উদযাপনের উপলক্ষ খুঁজে পাবেন আজ, এমন দিন বারবার আসে না।
মিথুন
বুদ্ধি দিয়েই আজ এগোতে হবে, জোরাজুরির কিচ্ছু নেই।
কর্কট
কাজটা দাপটের সঙ্গেই শেষ করতে যাচ্ছেন, ধৈর্য্চ্যুতি যাতে না ঘটে।
সিংহ
উপভোগ্য একটি দিন কাটাতে যাচ্ছেন, পরিবার হবে এর কেন্দ্রবিন্দু।
কন্যা
আক্ষেপ ঘুচবে আজ, আনন্দ আর আনন্দ।
তুলা
উদ্বিগ্ন হবেন না, আবার শুরু করুন, সফলতা খুব বেশি দূরে নয় আর।
বৃশ্চিক
টেক্কা দিতে চাইবে কেউ, বিরক্ত হতে পারেন, আপনি আপনার কাজটুকু করুন।
ধনু
ছন্নছাড়া ভাবটা কেটে যাবে, ছন্দে ফিরছেন আজ।
মকর
জবুথবু হয়ে আছেন যে, গা ঝাড়া দিয়ে উঠুন আজ।
কুম্ভ
বাহবা পাওয়ার মতো কাজ করতে যাচ্ছেন, সাবাস!
মীন
সৃজনশীল কাজে মজবেন, মজাও পাবেন।