বুলেটিন
সিসলি প্যারিসের নিউরো কসমেটিকস
বিখ্যাত ফরাসি ব্র্যান্ড সিসলির সাব-ব্র্যান্ড হিসেবে বাজারে এসেছে নিউরো কসমেটিকস। এটি নিউরোসায়েন্স বেইসড স্কিন কেয়ার ব্র্যান্ড। সিসিলি গ্রুপের গবেষণাগারে দীর্ঘ এক দশকের অক্লান্ত পরিশ্রমের ফল। চিকিৎসকেরা মানব মনের তিনটি সাধারণ আবেগকে চিহ্নিত করেছেন, যা ত্বককে প্রভাবিত করতে পারে—ক্লান্তি, দুঃখ, দুশ্চিন্তা। নিউরোমডুলেটিং ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে এই আবেগীয় প্রভাবকে ইতিবাচকভাবে ব্যবহার করা সম্ভব। সেসব বিশেষ উপাদানেই সমৃদ্ধ নিউরো কসমেটিকসের স্কিন কেয়ার পণ্য।
আমেরিকা ও কানাডায় বন্ধ হচ্ছে বডিশপ
ব্যাংক থেকে দেউলিয়া ঘোষিত হয়েছে ইথিক্যাল বিউটি ব্র্যান্ড বডিশপ। করোনা এবং নিউ নরমালের সময়ে ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধে ব্যর্থ হয় এই জনপ্রিয় ব্র্যান্ড। ফলে আইনি প্রক্রিয়ার মধ্য দিতে যেতে হয়েছে বডিশপকে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকা ও কানাডায় কার্যক্রম বন্ধ করছে পরিবেশবান্ধব লেবেলটি। অফলাইনেও এই দুই দেশে ব্যবসা চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
গুচি গ্লস আ লেভার
পাউট নিয়ে আগ্রহী যারা, তাদের জন্য নতুন লিপ গ্লসের কালেকশন এনেছে গুচি। গ্লস আ লেভার নামে। এতে হায়ালুরনিক অ্যাসিডের উপস্থিতি আছে। ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। উপস্থিত মেনথলের কারণে এটি কুলিং ইফেক্ট সমৃদ্ধ। মোট ৬টি রং এই সিরিজে। কোনোটাই খুব গাঢ় রং নয়। তবে বাদামি ও গোলাপি শেড আছে। শাইনি ফিনিশ। লেয়ারিংয়ে ঠোঁট ভারী অনুভূত হয় না। হালকা রাখে। তাই সারা দিন ব্যবহারে অস্বস্তির জো নেই।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ