রাশি I মনে মেঘ?
কন্যা
বিশ্বাস ও ভালোবাসার ভালো-মন্দ—দুই দিকই আছে। ভাবছেন, এদের আবার মন্দ দিক কী। অন্ধ ভালোবাসা ও বিশ্বাস, যা কখনো ভালো ফল বয়ে আনে না। তাই প্রিয় কন্যা, অন্ধ ভালোবাসা-বিশ্বাস থেকে নিরাপদ দূরত্ব মেনে চলুন। সুখে থাকুন।
সিংহ
ব্যক্তিগত জীবনে যে বৈরিতা চলছে, তা কেটে গেলেও রেশ থেকে যাবে বেশ কিছুদিন। সিংহহৃদয় এতে ঘাবড়ে যাবেন না আশা করি। মন ভার করে না থেকে সময়টা সহজভাবে নেওয়ার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি পারবেন ততই মঙ্গল। হিসাব করে দেখুন গিয়ে, কত কাজ ঝুলে আছে। তো শুরু হোক কর্মময় দিন।
তুলা
‘বিপদে বন্ধু চেনা যায়’—এমন কথার বেশ চল রয়েছে। তুলারও এবার বন্ধু চেনার সময় এসেছে। ঘাবড়াবেন না। জীবনে বিপদ বা খারাপ সময়েরও প্রয়োজন আছে, বন্ধু বা অবন্ধুরও। তবে বন্ধুবেশী টক্সিক লোকজন এই সুযোগে জীবন থেকে ছেঁটে দিন।
বৃশ্চিক
মিথ্যার ভয়ে দরজা-জানালা সব বন্ধ করলে সত্য ঢুকবার জায়গা পায় না। এ চিরন্তন সত্য বৃশ্চিক নিশ্চয়ই জানেন। এবার জানাটাকে মেনে নিন। জীবনে সত্য-মিথ্যা, ভালো আর মন্দ—সবকিছুকেই আসার সুযোগ দিতে হয়। তা থেকে হিতকর বিষয়গুলো ছেঁকে নিতে পারাটাই প্রকৃত মানুষের কর্ম। আশা করি আপনি সেই মানুষ হয়ে উঠবেন।
ধনু
প্রিয় ধনু, যে ধনুর্ভঙ্গ পণ করে বসে আছেন, তা থেকে বেরিয়ে আসুন। অনেক তো হলো, এবার নতুন করে স্বপ্ন দেখুন, নতুন করে বাঁচুন। জীবন একটা জায়গায় থমকে থাকবে, তা তো নয়। সময় বড় অল্প। জীবনের বাকি গল্পগুলো শুরু করতে হবে তো!
মকর
ক্রান্তিকাল চিরকাল থাকে না। থাকে না জীবনে পরম ভালোবাসায় জড়িয়ে থাকা মানুষেরাও। তাই হতাশাকেও জীবনে চিরকালের জন্য ঠাঁই করে নিতে দেবেন না। বি পজিটিভ। তাহলেই দেখবেন যেকোনো খারাপ সময় তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছেন। শুধু একটু ধৈর্য আর মনোবল দরকার।
কুম্ভ
লোকে বলে, সুযোগ বারবার আসে না। বরং বলা ভালো, সুযোগ বারবার আসে বটে, ভালো সুযোগ বারবার আসে না। কুম্ভ যে ভালো সুযোগের সামনে দাঁড়িয়ে এখনো ভাবছেন, তা এবার বাদ দিন। আগ বাড়ুন। আপনি তো পরিশ্রমী। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে পারবেন আশা করি।
মীন
আমরা জানি, বর্গিরা চলে গেছে। আসলেই গেছে কি? তারা এখন আপডেট ভার্সনে বিরাজমান। তাই এখনো সাবধানে থাকার কারণ রয়েছে। মীনের সাহসী জাতক-জাতিকারা নিশ্চয়ই চমকে যাননি! চমকাবেন না। শুধু একটু সাবধানে, সমঝে চলুন।
মেষ
পরিস্থিতি সামলে নিতে মেষ সব সময় দৃঢ় মানসিকতার পরিচয় দেন। এবারও তার ব্যতিক্রম হবে না আশা করি। কর্মক্ষেত্রে নিজের সবটুকু মনোযোগ ঢেলে দিন, অন্তত এই মাসে। এরপর মনকে ঢালতে হবে প্রিয়জনের কাছে। সেই দিকে মেঘ জমেছে যে!
বৃষ
সুন্দর সময়ের জন্য অপেক্ষাটাও সুন্দর। নানান কল্পনার জাল জড়িয়ে থাকে চারপাশ। সেই সব জাল থেকে বেরিয়ে বৃষের অপেক্ষার সৌন্দর্য শেষ হতে চলছে। এবার নতুন সৌন্দর্য উপভোগের পালা। তবে রয়েসয়ে। আনন্দের আতিশয্যে বেকায়দায় পড়বেন না যেন।
মিথুন
লোকে বলে, হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হবে। সন্ন্যাসী হওয়ার সঙ্গে হিমালয়ের সম্পর্ক থাক বা না থাক, তার উচ্চতা ও সৌন্দর্য মানুষকে বরাবরই মুগ্ধ করে। প্রিয় মিথুন, এবার তেমন কোনো মুগ্ধতার আবেশে ভাসবেন। সন্ন্যাসী হওয়া বা না হওয়া—সে আপনার মর্জি। শুধু বলতে পারি, বিন্দাস সময় কাটবে আপনার।
কর্কট
গেল মাসটায় শরীর বেশ ভোগালেও এ মাসে থাকবেন ফুরফুরে। তবে মন কেমন থাকবে, তা নির্ভর করছে আপনার ওপর। কেননা চারপাশ থেকে নানান কথার ভিড়ে মেজাজ ঠিক রাখার দায়িত্ব তো আপনারই। জানেন তো, রাগলেন তো হেরে গেলেন। এবার ঠিক করে নিন, হারবেন না জিতবেন।