আজকের রাশি I ১৩ অক্টোবর
মেষ
কারও আচরণে বেশ আঘাত পেতে পারেন।
বৃষ
আপনার কোনো কাজে অসাবধানতায় সুযোগ নিতে পারে কেউ।
মিথুন
হেলাফেলার কিছু কত যে দামি হতে পারে, তা বুঝতে পারবেন।
কর্কট
খেটেখুটে চরম পেরেশানি হয়ে গেছেন। আজ তার মিষ্টতা কেমন তা ভোগ করতে পারবেন।
সিংহ
অদ্ভুত এক প্রাণশক্তি নিয়ে দিনটা শুরু করতে যাচ্ছেন।
কন্যা
অস্ফুট কোনো সুর শুনতে পাবেন হয়তো। তা খুব বেশি সময় থাকবে না।
তুলা
স্বাভাবিক কোনো ব্যাপারেই অস্বাভাবিকতা হয়তো টের পাবেন।
বৃশ্চিক
তৃতীয় নয়নটা খোলা আছে তো! তাতেই দেখবেন আজ কোনো সফলতা।
ধনু
উসখুস না করে পা দুটো জোর কদমে এগিয়ে নিন। আশাহত হবেন না মোটেও।
মকর
শখ পূরণের দিন আজ, তা লাখ টাকার হলেও তো দোষ নেই।
কুম্ভ
কাজটা কাঁচা-পাকা হলেও পুরো পাকিয়ে নেয়ার সুযোগ পাবেন।
মীন
কিছু কিছু ব্যাপারে আপনি একেবারে নাছোড়বান্দা। আজ এমনই একটা বিষয়ে মজে থাকবেন।