রাশি I ভুলের বিপদ
ধনু
যে কেউ ঈর্ষা করতে পারে। কারণ, সাফল্যের ঘোড়ায় সওয়ার যে আপনিই! তবে সেদিকে তাকানোর সময় কোথায়? এটি তো ফুর্তিতে বয়ে যাওয়ার মাস। সুতরাং দুশ্চিন্তা, কাজ, ঝামেলা- সব এক পাশে রেখে বয়ে যান না! আরও যোগ হতে পারে বাণিজ্যিক সফর। তা যেন ফলপ্রসূ হয়, সেদিকেই মনোযোগ দিন।
মকর
ব্যর্থতার মেঘ কেটে সফলতার অনুকূল সময় ও সুযোগ অপেক্ষা করছে। সচেতন থাকুন খুঁটিনাটি ব্যাপারেও। নিজের কাজের কৃতিত্ব অন্যকে নেওয়ার সুযোগ দেবেন না। নতুবা পুরো ফল উপভোগ থেকে বঞ্চিত হতে পারেন। তাই কপালের ভাঁজ মুছে ফেলে কাজে নামুন।
কুম্ভ
প্রথম কয়েক দিন নির্ঝঞ্ঝাট কাটলেও মাসের মাঝামাঝি কিছুটা ঝামেলা ভর করতে পারে। তাই ফুরফুর থাকার পাশাপাশি ঢাল-তলোয়ার নিয়ে তৈরি থাকুন। এই নিয়েই বাকি মাস কাটাতে হবে কিনা। অর্থেরও খানিকটা সংকট দেখা দিতে পারে। তবে মাসের শেষে সেই সংকটে ইতি।
মীন
না চেয়ে যা পেয়ে গেছেন, তা মূল্যহীন ভেবে বসবেন না। এক পা এগিয়ে দুই পা পিছিয়ে থাকবেন ঠিকই, তবে সময়োপযোগী পদক্ষেপ নিতে আপনি যে ভুল করেন না, তা সবারই জানা। আবেগঘন সময়ও রয়েছে এ মাসে। তাতে আবার ভেসে যাবেন না যেন। সামলে নিন নিজেকে।
মেষ
ক্লান্তি কাটাতে পরিবারকে সময় দেওয়ার পরিকল্পনা করুন। যারা শুধু স্বার্থসিদ্ধির জন্য কাছাকাছি অবস্থান করে, তাদের একেবারেই কাছে ঘেঁষতে দেবেন না। না হলে ঝামেলা বাড়বে বই কমবে না। কর্মক্ষেত্রেও যতটা সম্ভব নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হাতে নেওয়ার চেষ্টা থাকুক।
বৃষ
খরচের খাত যত বেশিই হোক, সঞ্চয়ে মন দিন। স্বপ্নপূরণের কাজ নিজেরই করার চেষ্টা থাকা চাই। নতুবা পূরণের পথে প্রতিবন্ধকতা তৈরি হবে বেশি। ইচ্ছাশক্তি যতক্ষণ সক্রিয় থাকবে, ততক্ষণ কোনো কাজই অসম্ভব মনে হবে না; সেটা পারিবারিক হোক কিংবা প্রাতিষ্ঠানিক।
মিথুন
ব্যস্ততাকে এতটা বাড়তে দেবেন না, যাতে পরিবারের সঙ্গে অপূরণীয় দূরত্ব তৈরি হয়ে যায়। নতুন কাজে নামার আগে নিশ্চিত হয়ে নিন কাজটি কারও মাধ্যমে প্রভাবিত কিংবা কেউ আপনার উদারতার সুযোগ নিচ্ছে কি না। শরীরের প্রতি যত্নশীল হোন।
কর্কট
বরাবরই একটু রসিক আপনি। যেখানেই যান সবাইকে মাতিয়ে রাখেন। কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এই স্বভাব সামলে রাখুন। এই মাসে ভ্রমণ যোগ রয়েছে। এতে পকেট কিছুটা খালি হলেও বেড়ানোর আনন্দ মনের কানায় কানায় ভরে থাকবে।
সিংহ
ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ এলে কখনো হটকারী সিদ্ধান্ত নেবেন না। তা সাময়িক লাভের মুখ দেখালেও ক্ষতিটা বেশি ও দীর্ঘমেয়াদি। বাইরের চেয়ে পারিবারিক কাজ প্রাধান্য দিন। এতে পরিবার আনন্দে থাকবে, আনন্দে রাখবে; আপনিও বেশি মনোযোগে কাজ করতে পারবেন।
কন্যা
শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্যও ভালো রাখতে হয়। কেননা মন দুর্বল হলে ছোট্ট সমস্যা মোকাবিলা করতে গিয়ে কাবু হয়ে পড়তে হবে। কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ও সামাজিক জীবনে আধিপত্য বিস্তারকারী মনোভাব পোষণ ঠিক হবে না।
তুলা
বিবাহিতরা নিজেদের সঙ্গীর সঙ্গে যত্নশীল সময় কাটান। কেননা কাজের চাপ এ মাসে কমছে। অর্থনৈতিক কোনো চুক্তির সময় সাবধান থাকুন। কর্মক্ষেত্রে পুরো মনোযোগ দিন। ভালো কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। কেননা এবার চূড়ায় ওঠাটা সময়ের ব্যাপার।
বৃশ্চিক
আপনার বুদ্ধির জোর বরাবরই ভালো। এতেই মাসজুড়ে লেগে থাকা সমস্যার জট খুলে যাবে। শুধু নজর রাখুন, কেউ যেন সমাধানের পাতে ছাই না ঢেলে দেয়! এরপরই রয়েছে প্রশান্তিকর ও আরামদায়ক সময় কাটানোর সুযোগ। তবে কোনো কাজে তাড়াহুড়া করলে ভুলের ঝুঁকি শতভাগ।