হরাইজন
ব্যালেন্সিয়াগা X আন্ডার আরমার
স্পোর্টসওয়্যার, তা–ও আবার বিলাসবহুল! দুটি তো দুই মেরুর। এগুলোকে এক বিন্দুতে নিয়ে আসার কাজ করেছে স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা আর আমেরিকান স্পোর্টসওয়্যার কোম্পানি আন্ডার আরমার। ৭ নভেম্বর বাজারে এসেছে নতুন এই সিরিজ। টেকনিক্যাল স্পোর্টসওয়্যার এবং স্ট্রিট ফরোয়ার্ড সিল্যুয়েটের সংমিশ্রণে তৈরি। চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে এই কালেকশনের হাইব্রিড গার্মেন্টস। যেমন ট্র্যাকস্যুটকে ফ্লিপ করে বদলে নেওয়া যায় ডেনিম জিপ–আপে। আবার হুডি ট্রান্সফর্ম করে তৈরি করা যায় টোট ব্যাগ। যেন জাদুর দুনিয়ার পোশাক! ব্যালেন্সিয়াগার আইকনিক রানারও আছে এখানে। চেরি অন টপে আছে জুয়েলারিও। সেসব আবার রুপার প্রলেপ দেওয়া। আইওয়্যারে আছে ফিউচারিস্টিক সানগ্লাস।
ইন্ডিয়ান ফ্যাশনের গুড্ডার প্রস্থান
ল্যাকমে ফ্যাশন উইকের গেল আসরের উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছিলেন বহুগুণে। দীর্ঘ বিরতির পর ফ্যাশনের মঞ্চে তার এ উপস্থিতি উদ্যাপনের চেয়ে কম ছিল না। কে জানত, শেষ অধ্যায়ের আর বেশি দেরি নেই। চিরবিদায়ের ঠিক দুই সপ্তাহ আগে আজন্ম ভালোবাসার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে স্পর্শ করে গেলেন তিনি। রোহিত বাল তার পরিবার থেকে দেওয়া নাম। কিন্তু ফ্যাশন দুনিয়াসহ সবার কাছে পরিচিত ছিলেন গুড্ডা নামে। এ যেন প্রিয় মানুষকে দেওয়া ডাকনাম। রোহিতের পার্থিব জীবন শেষ হয় আলোঝলমলে দীপাবলির দিনে। ইন্ডিয়াকে লাক্সারি ফ্যাশনের সঙ্গে পরিচয় করেছিলেন এই ডিজাইনার। ২০০০ সালের প্রথম দিকে শুরু করেছিলেন ওত কতুর। কাশ্মীরে বড় হওয়া এই গুণী শিল্পী মোটিফের জন্য শিকড়কেই বেছে নিয়েছিলেন। সুই–সুতায় কাশ্মীরি কারুকাজ সেখানে পেয়েছিল ব্যাপ্তি। ইন্ডিয়ান টেক্সটাইল নিয়ে নিরলস কাজ করেছেন। সিল্ক, ব্রকেড, ভেলভেটে দেখিয়েছেন মুনশিয়ানা। ট্যাপেস্ট্রির নান্দনিকতাকে ঐশ্বর্যমণ্ডিত করেছিলেন তিনি। শুধু ভারতীয় ফ্যাশন বাজার নয়, বিশ্বফ্যাশন মনে রাখবে তাকে।
টমি গার্ল হলেন জিসু
আমেরিকান লাক্সারি ক্লদিং ব্র্যান্ড টমি হিলফিগার বেছে নিয়েছে তাদের নতুন মুখ। কে তিনি? কোরিয়ান সেলেব জিসু। তার পরিচয় দুটি। একই সঙ্গে তিনি অভিনয় করেন, আবার সংগীতে ক্যারিয়ার গড়েছেন ব্যান্ড ব্ল্যাকপিংকের সঙ্গে। টমির ফল কালেকশনে দেখা মিলবে তার। নতুন যাত্রায় দারুণ উচ্ছ্বসিত এই তারকা বলেছেন, ‘টমি হিলফিগারের সঙ্গে কাজ করা ছিল আমার স্বপ্ন। আজ তা বাস্তব হয়েছে। এই সংকলনে ফেমিনিটি আর মডার্ন সেনসিটিভিটির মিশেল প্রকাশিত হয়েছে। আমার ব্যক্তিসত্তার সঙ্গে যা মিলে গেছে দারুণভাবে।’ বিশ্বের অন্যতম বিখ্যাত ডিজাইনার মি. হিলফিগার তার লেবেলের এই সিদ্ধান্তের বিষয়ে বলেন, ‘জিসু কে–পপ দুনিয়ার একজন শক্তিমান তারকা। আত্মবিশ্বাস, নির্মলতা তাকে সবার চেয়ে আলাদা করেছে। তাই মনে করি, আমাদের নতুন কালেকশনের ফেস হিসেবে তিনি যথার্থ। টমি ফ্যামিলিতে জিসুকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।’
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ