আজকের রাশি I ২০ ডিসেম্বর
মেষ
একটু একটু করে আজ চলে যেতে পারবেন বহুদূর।
বৃষ
অনেক বোঝা নেমে যাবে। হালকা হালকা বোধ করবেন।
মিথুন
আপনি শুধু কাজের কাজটুকুই করে যান। ফল অত্যাসন্ন।
কর্কট
অভিজ্ঞতার ফল আজ প্রতি পদে পদে মিলতে পারে।
সিংহ
নিখুঁত পরিকল্পনার বিকল্প নেই আজ ব্যবসার ক্ষেত্রে।
কন্যা
নির্লিপ্ততা পরিহার করুন। আজ সক্রিয় হোন অলসতা ঝেড়ে।
তুলা
অন্য রকম দিন উপভোগ করতে পারবেন আজ।
বৃশ্চিক
নিজের অধিকারটুকু কি আদায় করে নেওয়া শেখেননি। কেন? কেন?
ধনু
হুঁশিয়ার, সাবধান হওয়ার মতো ঘটনা আজ আপনার নেই।
মকর
মন ভার হয়ে কোনো কাজ আজ না করাই শ্রেয়।
কুম্ভ
স্থির সিদ্ধান্তে আসার আগে দশ দিক চিন্তা করুন আজ।
মীন
আজকের সেরা সুসংবাদটা আপনারই প্রাপ্য।
Thanks