skip to Main Content

সঙ্গানুষঙ্গ I শিশুসুলভ

ছোটবেলায় সবাই বড় হতে চাইত, মনে আছে? মায়ের হিল জুতা পায়ে খটখট করে হেঁটে বেড়ানো কিংবা বাবার টাই গলায় ঝুলিয়ে অফিসে যাওয়ার অভিনয়। এবার বড়বেলায় আবারও সেই ছোট্টটি হওয়ার সাধ। জেনারেশন জেডদের পছন্দের তালিকায় ভীষণভাবে ইন ট্রেন্ড

ছেলেবেলা মানেই নির্ভেজাল সব দিন। আর বাকি জীবনজুড়ে সেই সময়ের রাংতা মোড়ানো স্মৃতি। শুধু মনের মধ্যে যে সেই স্মৃতির বসবাস, তা কিন্তু নয়; বরং খুঁজে পাওয়া যায় জীবনযাপনের সব ক্ষেত্রে। এমনকি ফ্যাশনেও।
২০২৫ সালের বসন্তে চাইল্ডলাইক অ্যাকসেসরিজ এবারে মাতাবে বলে মত দিয়েছেন ফ্যাশন বিশেষজ্ঞরা। তুমুল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কল্যাণে এই ধরনের অনুষঙ্গ জনপ্রিয় হয়ে উঠেছে আবারও। বিভিন্ন নামে পেয়েছে পরিচিতি। চাইল্ডলাইক ফ্যাশন, কিডকোর অথবা কিডাল্ট ফ্যাশন কোর।
ফেলে আসা দিনের গান
ফ্যাশনে নস্টালজিয়া সব যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চাইল্ডলাইক অ্যাকসেসরিজ ট্রেন্ডও তার বাইরে নয়। মনে লুকিয়ে থাকা ছোট্ট নিজেকে নিয়ে ইদানীং বেশ ভাবছেন আধুনিকেরা। সে-সংক্রান্ত কনটেন্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। যেখানে ইনার চাইল্ডকে অনুভব করার বার্তা পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন, শৈশবের নিজেকে পেলে কী পরামর্শ দিতেন, কীভাবে জীবনযাপন করতে বলতেন। মনের খুব গভীরে লুকিয়ে থাকা ছোটবেলাকে যে যার মতো করে স্পর্শ করতে আর ভালোবাসতে চাইছে। যেন সেলফ লাভেরই অন্য এক মাত্রা। একই সঙ্গে বাড়ছে চাইল্ডলাইক অ্যাকসেসরিজের চাহিদা।
এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে ডিজাইনার ক্রিশ্চিয়ান কাওয়ানের কালেকশনে প্রেরণা ছিল তার শিশুকালের সৃজনশীলতা। আনকোরা নকশা নিয়ে তিনি হাজির হয়েছিলেন রেড কার্পেটে। বাবল গাম ড্রেসের অনুপ্রেরণায় সিলিকনে তৈরি মিনি স্কার্ট আর স্টিলেটো ফিরিয়ে নিয়ে গিয়েছিল ছোটবেলায়। আবার বোত্তেগা ভেনেতার মিলান শোতেও দেখা গেছে চাইল্ডলাইক ফ্যাশন। তাতে ছিল দারুণ এক চমক। হাই ফ্যাশনের সঙ্গে ব্লেন্ড করে বাড়িয়ে তোলা হয়েছিল জৌলুশ।
এ তো গেল হাই এন্ডের রানওয়ে মাতানো খবর। এই ফ্যাশন অ্যাসথেটিকের ক্ষেত্রে স্ট্রিট ফ্যাশন যে বাদ থাকবে, তা কিন্তু নয়। সেখানেও জমেছে পসরা। ডানা মেলা পাখনার প্রজাপতি বসা চুলের ক্লিপ। বেণি সাজানোর জন্য ছোট ছোট হেয়ার ক্লিপ এবং আনকোরা নকশার হাতব্যাগ এই ট্রেন্ডে দেখা যাচ্ছে। টয় ইন্সপায়ারড ব্যাগ থেকে কার্টুন থিমের জুয়েলারি—সবই আছে এই ফ্যাশন কোরে। সৃজনশীল নকশায় যেন সেলাই করা এক টুকরো ছেলেবেলা।
মনে মনে
চাইল্ডলাইক অ্যাকসেসরিজের সঙ্গে নিগূঢ় সম্পর্ক আছে সাইকোলজির। মনোজগৎ নিয়ে পারদর্শী যারা, তাদের মতে ছোটবেলার সুখস্মৃতি বড়বেলার দুশ্চিন্তাকে কমাতে সাহায্য করে। দুশ্চিন্তা কমায়। মন শান্ত করে। এসব মনস্তাত্ত্বিক দিকও ভূমিকা রেখেছে এই ফ্যাশন কোরকে জনপ্রিয় করায়। এ কারণেও প্লেফুল অ্যাসথেটিকটি মোস্ট ফেবারিট হয়ে উঠছে। কারণ, ব্যস্ততার এই সময়ে প্রশান্তি বড় বেশি কাঙ্ক্ষিত।
প্রসঙ্গ ২০২৫
২০২০ সালে ওয়াইটুকে নাম নিয়ে ফ্যাশন বিশ্ব মাতিয়ে গেছে একটি অ্যাসথেটিক। যার পুরোটাই চাইল্ডলাইক প্রাণিত বলে মত দেন ফ্যাশন বিশেষজ্ঞরা। এই বছরের ফ্যাশন ট্রেন্ডে যে পণ্যগুলো থাকবে আলোচনার তালিকায়, সেগুলো সম্পর্কে জানা যায় অন্তর্জালের কল্যাণে।
 বিডেড অ্যান্ড চার্ম জুয়েলারি: কালারফুল বিডেড নেকলেস, ফ্রেন্ডশিপ ব্রেসলেট এবং চার্ম অ্যাংক্লেটস বিকোবে দেদার।
 হেয়ার অ্যাকসেসরিজ: চুল সাজবে স্ক্রাঞ্চি, প্রজাপতি ক্লিপ, বো শেপড হেয়ার পিন ব্যবহারে।
 প্লেফুল ব্যাগ: আনকোরা নকশার ব্যাগের প্রতি আগ্রহ দেখা যাবে। উজ্জ্বল রং আর কার্টুন প্রিন্ট বেশ জাঁকিয়ে বসবে।
 ফান সক অ্যান্ড শু: ব্রাইট প্যাটার্ন, ফাঙ্কি প্রিন্ট আর প্ল্যাটফর্ম জুতা জমজমাট রাখবে এবারের বাজার।
 স্টিকার: ফোন, ল্যাপটপসহ বিভিন্ন কিছুতে স্টিকার যোগের প্রবণতা দেখা যাচ্ছে। নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিচ্ছেন অনেকে।
প্রোডাক্ট লাইন মনোযোগ দিয়ে লক্ষ করলে সহজে বোঝা যায়, ছেলেবেলা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে। রঙিন প্লাস্টিকের ব্যবহার মনে করিয়ে দেয় একেবারেই ছোটবেলার রঙিন খেলনার কথা। সিলিকনও ব্যবহৃত হয়। স্কুলের বইভর্তি ব্যাগ, প্রিয় কার্টুন আর বন্ধুদের কথা মনে করিয়ে দেয় কার্টুন ক্যারেক্টারে সাজানো ব্যাগ প্যাক। আর চুলে হরেক রঙের ক্লিপ। উল্লাসময় শৈশবের প্রিয় জামার সেই মোটিফগুলো এখনো খুব আকর্ষণীয়। সেখান থেকে ফিরে ফিরে আসবে সব। কখনো তাই কানের দুলে দেখা যাবে চাঁদ-তারা তো কখনো রংধনু।
স্প্রিং ২০২৫ কালেকশন পর্যালোচনা করলে বোঝা যায়, আশির দশকের শেষ অংশ এবং নব্বইয়ের প্রথমাংশ থেকে অনুপ্রাণিত হয়েছে বিশেষভাবে। চাইল্ডলাইক অ্যাকসেসরিজও আছে সেই তালিকায়। এর বাইরে পপ কালচারের হ্যালো কিটি এবং পোকেমনও রেখেছে ভূমিকা। কালার প্যালেটের উজ্জ্বল রং যেগুলোর ব্যবহারে সচরাচর আগ্রহী হতে দেখা যায় না ক্রেতাদের। চাইল্ডলাইক অ্যাকসেসরিজে সেই অবাক করা রঙের সিলিকন আর প্লাস্টিকের ব্যবহার হয়েছে।
মিলেনিয়াল থেকে জেনারেশন জেড—সংস্কৃতির পরিবর্তনকে নির্দিষ্ট করা যেতে পারে মোটাদাগে। জেন্ডার নিউট্রালাইজড চেতনা বেশ কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রি ডমিনেট করছে। চাইল্ডলাইক অ্যাকসেসরিজ ট্রেন্ডেও দেখা যাচ্ছে এমন ভাবনা। নিজের চাহিদা মোতাবেক নিজেকে সাজিয়ে নেওয়ার কৌশল এটি। শুধু নকশা নয়, রঙের ক্ষেত্রেও দেখা যাবে ভিন্নতা। কালার প্যালেট থেকে কয়েকটি বিশেষ শেড ট্রেন্ডজুড়ে থাকবে আলোচনায়। ক্যান্ডি প্যাস্টেল গ্রুপ থেকে সফট পিংক, মিন্ট গ্রিন, বেবি ব্লু আর ল্যাভেন্ডার। স্বপ্নময় চঞ্চলতার প্রকাশ পাবে এই রংগুলোতে। বাবল গাম, ব্রাইট ফুশিয়া, উজ্জ্বল হলুদ, টার্কিশ আর ইলেকট্রিক ব্লুতে প্রকাশ পাবে আনন্দ অনুভূতি। চোখধাঁধানো নিয়ন গ্রিন, কমলা আর গোলাপির মতো প্রাণশক্তিতে উদ্ভাসিত রংগুলোও পিছিয়ে থাকবে না। আবার একদম উল্টো পুরাণও আছে। সফট নিউট্রালের ব্যবহারও হবে। কিন্তু তাতে পপ অব কালার পুরোটাই বদলে দিয়ে চাইল্ডলাইকের ভাইব নিশ্চিত করবে। এবার দেখার পালা, আসছে সময় কেমন মাতিয়ে রাখে ছোটবেলার সঙ্গী হয়ে থাকা অনুষঙ্গেরা।

 ফ্যাশন ডেস্ক
মডেল: বুশরা
মেকওভার: পারসোনা
ছবি: সালেক বিন তাহের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top