skip to Main Content

ফিচার I বসন্ত ছুঁয়েছে…

উজ্জ্বল রং, জমকালো প্রিন্ট, স্টেটমেন্ট আর কমফোর্টেবল ফ্যাব্রিক, চলতি সিজনে ফ্যাশনের শিরোনামে থাকছে এরাই। নারী ও পুরুষ—উভয়ের ট্রেন্ড রিপোর্ট বলছে সে কথাই। জানাচ্ছেন শিরীন অন্যা

ক্যালেন্ডার মোতাবেক শীত কিন্তু শেষ। সময় এখন বসন্তের উষ্ণতা ছড়ানোর। ওয়্যারড্রোবেও প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসার সঠিক সময়। ২০২৫ সালের বসন্তের ফ্যাশন ট্রেন্ডে অনেক কিছুই নতুন যোগ হতে যাচ্ছে। যদি শীতের পোশাকগুলোকেই নতুন আঙ্গিকে আবার গায়ে তোলার পরিকল্পনা থাকে বা বসন্তের ফ্যাশনে নতুন কিছু ট্রাই করার ইচ্ছা, তাহলে ২০২৫ সালের ট্রেন্ড একদম উপযুক্ত। বড় ফ্লোরাল প্রিন্ট, মেটালিক রঙের পোশাক, প্যাস্টেল শেড, ডেনিম—এই বছর ফ্যাশনে এমন অনেক নতুনত্ব এসেছে।
মেয়েদের জন্য
প্যাস্টেলের নতুন রূপ
এ রংগুলো বসন্তের চিরকালীন ট্রেন্ড। তবে ২০২৫ সালে এগুলোর দেখা মিলবে নতুন এক রূপে। শুধু হালকা প্যাস্টেল রং নয়, এবার এটি কিছু মেটালিক শেড বা আরেকটু বোল্ড কিছু সিলুয়েট রূপেও দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে ল্যাভেন্ডার রঙের ব্লেজার বা মিন্ট গ্রিন স্কার্টের মতো পোশাকগুলোতে মডার্ন ও ট্রেন্ডি আউটলুক পাওয়া যেতে পারে। প্যাস্টেল রঙের পোশাকে একই সঙ্গে একটি ক্ল্যাসিক এবং আধুনিক স্টাইল তৈরি করা যেতে পারে, যা কিনা যেকোনো ধরনের ইভেন্ট বা আউটিংয়ের জন্য উপযুক্ত হবে। প্যাস্টেল কো-অর্ডিনেট পোশাকের সঙ্গে বড় আংটির মতো অ্যাকসেসরিজ যোগ করে নেওয়া যেতে পারে। এ রঙের পোশাকের সঙ্গে কন্ট্রাস্টিং রঙের অ্যাকসেসরিজও মানিয়ে যাবে বেশ। আবার প্যাস্টেল ব্লেজার এবং হালকা শেডের স্কার্ট বা ট্রাউজারও পরা যেতে পারে, যা একটি আধুনিক ও স্নিগ্ধ লুক তৈরি করবে।
শিয়ার ফ্যাব্রিকস ও লেয়ারিং
এই বসন্তে শিয়ার ফ্যাব্রিক ফিরবে জোরেশোরে; যা পোশাকে একধরনের রহস্যময়তা সৃষ্টি করবে। শিয়ার ব্লাউজ, অরগাঞ্জা এবং মেশ ডিটেইলিং যে কারও নজর কাড়বে। লেয়ারিংয়ের মাধ্যমে শিয়ার পোশাকগুলো আরও বেশি স্টাইলিশ করে তোলা সম্ভব। এগুলো যে শুধু দেখতেই সুন্দর, তা নয়; বরং পোশাককে প্রয়োজন অনুযায়ী প্রফেশনাল কিংবা প্লেফুল লুক দিতেও সক্ষম। শিয়ার টপস পরা যেতে পারে ব্রালেট বা ক্যামিসোলের সঙ্গে। অথবা পরা যেতে পারে ম্যাক্সি ড্রেসের ওপর ডেনিম জ্যাকেট বা ব্লেজার দিয়েও। এর সঙ্গে হালকা রঙের অ্যাকসেসরিজ; যেমন ন্যাচারাল শেডের ব্যাগ বা সানগ্লাস যোগ করলে চমৎকার ও স্টাইলিশ লুক পাওয়া যাবে চটজলদি।
বড় ফুলের ফ্লোরাল প্রিন্ট
বসন্ত মানেই ফ্লোরাল প্রিন্ট। তবে ২০২৫ সালের ট্রেন্ডে রয়েছে বড় বড় ফুলের ছাপ; এমনকি কন্ট্রাস্টিং কালার কম্বিনেশনের বড় ফ্লোরাল প্রিন্টও রয়েছে হাল ফ্যাশনে। ফ্লোরাল প্রিন্টেড পোশাকগুলো অনেকটা কালাতীত। প্রতিবছর ফ্যাশন ট্রেন্ডে ঘুরেফিরে চলেই আসে। ফলে এর স্টাইলিং সম্ভব নানা উপায়ে। স্টাইলিংয়ের সময় ফ্লোরাল প্রিন্টকে মূল আকর্ষণ হিসেবে রেখে নিউট্রাল বা ন্যুড রঙের জুতা বা অ্যাকসেসরিজ সঙ্গে পরা যেতে পারে। গাঢ় রঙের ড্রেসের সঙ্গে ফ্লোরাল প্রিন্ট ব্লেজারে খুব সুন্দর একটি লুক তৈরি হবে। এর সঙ্গে হালকা রঙের স্কার্ফ বা স্নিকার জুড়ে দিলে এটি আরও ফ্যাশনেবল দেখাবে।
ডেনিমের নতুন স্টাইল
কখনো পুরোনো হবার নয়। এই বছরও এর ব্যতিক্রম হবে না; বরং নতুন নিরিখে যোগ হবে আনকোরা সব ফিচার। ২০২৫ সালের বসন্তে ওভারসাইজ ডেনিম জ্যাকেট, ওয়াইড-লেগ জিনস এবং ডেনিম-অন-ডেনিম স্টাইল ব্যাপকভাবে দেখা যাবে। ডেনিম জ্যাকেটের সঙ্গে ফ্লোরাল প্রিন্ট বা স্লিম ফিট প্যান্টের জোড় বসন্তের জন্য আদর্শ। একটি ক্রপড ডেনিম জ্যাকেট লম্বা ফ্লোরাল ড্রেসের সঙ্গে পরা যেতে পারে, বা ওয়াইড-লেগ ডেনিম জিনসের সঙ্গে পরা যায় প্যাস্টেল রঙের টপ। ডেনিমের বিভিন্ন ধরনের পোশাক মিক্স অ্যান্ড ম্যাচ করে এক নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি হতে পারে। ডেনিমের সঙ্গে সিম্পল এবং মানানসই স্নিকার বা স্লিপ-অন শু আদর্শ; যা বসন্তের উষ্ণ আবহাওয়ার জন্য আরামদায়কও বটে।
ভাইব্র্যান্ট অ্যাকসেসরিজ
এ বছর বসন্তে সাদাসিধে প্যাস্টেল রঙের পোশাকগুলোকে পুরোপুরি নতুন জীবন দিতে ট্রেন্ডি হয়ে উঠছে ভাইব্র্যান্ট অ্যাকসেসরিজ। নিয়ন ব্যাগ, বড় সানগ্লাস, চাঙ্কি রিং এবং রঙিন স্কার্ফ যেকোনো পোশাককে আরও প্রাণবন্ত করে তোলে এবং পোশাকের সাদামাটা লুককে পাল্টে দিতে পারে নিমেষে। পোশাক যদি সিম্পল হয়, তবে বড় অ্যাকসেসরিজ; যেমন নিয়ন ব্যাগ বা বড় বড় আংটি লুকে স্টেটমেন্ট ভাইব দেবে। এ ধরনের অ্যাকসেসরিজ নিউট্রাল পোশাকের সঙ্গে পরা যেতে পারে। এতে পুরো আউটফিটটি সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়।
মেটালিক কালার ও শিমার
এগুলো শুধু পার্টির জন্য নয়, এই সিজনে বসন্তেও রমরমা থাকবে এগুলোর। মেটালিক স্কার্ট বা সোনালি স্যান্ডেল পোশাকে ঝলমলে ভাব আনতে পারে। মেটালিক রঙের পোশাকগুলো নিউট্রাল রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে পরা যেতে পারে। মেটালিক স্কার্টের সঙ্গে সাদা টপ বা মেটালিক স্যান্ডেলের সঙ্গে সাদা ড্রেস মানিয়ে যাবে খুব। এ ছাড়া মেটালিক টপসকে প্যাস্টেল রঙের স্কার্টের সঙ্গে পরলেও খুব সুন্দর মানায়।
ছেলেদের জন্য
প্লেইড ব্যাক
২০২৫ সালে ফ্যাশনে ফিরে এসেছে। তবে এই বছর এর স্টাইলিং শুধু পুরোনো গ্রাঞ্জ স্টাইলের ফ্লানেল শার্টে নয়, ডিজাইনাররা প্লেইড প্রিন্টকে কোট থেকে শুরু করে অ্যাকসেসরিজ পর্যন্ত ব্যবহার করছেন। টার্টান, মাদ্রাজ, বাফেলো, গ্লেন—এগুলো এখন হট ট্রেন্ড। এ ধরনের প্যাটার্ন পোশাকে বাড়তি গভীরতা যোগ করে। স্টাইলিংয়ের জন্য বিভিন্ন আকারের প্লেইড প্যাটার্ন একসঙ্গে পরা যেতে পারে। একটি মাইক্রো-প্লেইড শার্টের সঙ্গে একটি বড় প্লেইড ব্লেজার পরা যেতে পারে, অথবা লেয়ারে মিশ্রিত প্যাটার্ন দিয়ে একটি স্টাইলিশ লুক তৈরি করা যেতে পারে। এ ছাড়া একরঙা শার্টের সঙ্গে প্লেইড প্যান্ট এবং অ্যাকসেসরিজের মিশ্রণও স্টাইলিংয়ের একটি উত্তম উপায়।
মিনিমালিস্ট স্নিকার
কিছুদিন আগেও বাল্কি ডিজাইনার স্নিকার অনেকটা সময় ধরে ট্রেন্ডি ছিল। তবে এখন সেই জায়গা দখল করে নিচ্ছে স্লিম আর মিনিমালিস্ট ডিজাইনার স্নিকার। এ বছর স্নিকারগুলো এমন একটি সিলুয়েট নিয়েছে, যা রেট্রো ও ফিউচারিস্টিক স্টাইলের সংমিশ্রণ। যেকোনো অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন পোশাকের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে। তবে ট্রাউজার বা জিনসের ক্ষেত্রে স্লিম ফিট নির্বাচন করা ভালো, যাতে স্নিকারের স্লিম প্রোফাইল আরও সুন্দরভাবে ফুটে ওঠে।
বোল্ড বেল্টস
ছেলেদের পোশাকের জন্য নতুন ট্রেন্ড হলো বড় ও বোল্ড বেল্ট। বিশাল হার্ডওয়্যার, রঙিন শেড এবং স্বাভাবিকের চেয়ে বড় প্রস্থের বেল্ট ফ্যাশনের নতুন রূপ। এই বেল্টগুলো একটা ছোট সংযোজন হলেও এটি যেকোনো আউটফিটকে আরও স্টাইলিশ করতে সাহায্য করবে। এ ধরনের বেল্ট পরার সর্বোত্তম উপায় হচ্ছে, আউটফিট যতটা সম্ভব সাধারণ রেখে তার সঙ্গে একটি মানানসই বেল্ট বেছে নেওয়া। বেছে নেওয়া যেতে পারে ফরেস্ট গ্রিন, কোবাল্ট বা মেটালিক শেডের বেল্টও।

বসন্তের জ্যাকেট
বসন্তে একটি ভালো জ্যাকেটের গুরুত্ব অনেক। এ বছর শীতে ট্রেঞ্চ কোট, বোম্বার জ্যাকেট এবং লাইটওয়েট জ্যাকেটগুলো ফ্যাশনিস্তাদের ওয়্যারড্রোবে জায়গা করে নিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, এগুলো বসন্তের তাপমাত্রার সঙ্গেও মানানসই। একটি সঠিকভাবে ফিট করা ট্রেঞ্চ কোট ক্যাজুয়াল ও ড্রেসি—উভয় ধরনের আউটফিটের ওপরেই পরা যেতে পারে। একটি ক্যাজুয়াল লুকের জন্য চিনোস প্যান্ট এবং একটি বেসিক টি-শার্টের সঙ্গে ফিটেড ট্রেঞ্চ কোট মানানসই। আরও আধুনিক লুক চাইলে একটি বাটন-ডাউন শার্টের ওপরও পরা যেতে পারে।
চিনোস ও টেইলরড ট্রাউজার
এ বছর চিনোস ও টেইলরড ট্রাউজার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। স্বচ্ছন্দ ও স্টাইলের মিশ্রণ বলে। একটি সাদামাটা টি-শার্টের সঙ্গে চিনোস অথবা একটি স্লিম ফিট শার্টের সঙ্গে টেইলরড ট্রাউজার—দুটো বিকল্পই নজরকাড়া। আবার চাইলে শার্টের হাতা গুটিয়ে এবং জুতা হিসেবে স্নিকার পরে একটা ক্যাজুয়াল লুক তৈরি করা যেতে পারে।
২০২৫ সালের বসন্তে ছেলে-মেয়েনির্বিশেষে যে ট্রেন্ড দেখা দিচ্ছে, তা হলো পোশাকে আর্দি টোনের ব্যবহার। উজ্জ্বল রঙের পাশাপাশি আর্দি টোনও জনপ্রিয় হয়ে উঠছে সমানতালে। অলিভ গ্রিন, বেইজ এবং ব্রাউন রঙের পোশাক এখন ফ্যাশনে এসেছে। আর্দি টোনের পোশাক লাইট ফ্যাব্রিকের সঙ্গে মিলিয়ে পরলে খুব সাদামাটা কিন্তু ক্ল্যাসি লুক তৈরি করতে পারে। এ ক্ষেত্রে একটি অলিভ-গ্রিন শার্ট ট্যান চিনোসের সঙ্গে অথবা একটি বেইজ জ্যাকেট সাদা টি-শার্টের সঙ্গে স্টাইল করা যেতে পারে। সব মিলিয়ে ২০২৫ এর বসন্তের ট্রেন্ডগুলো পোশাককে আরও রুচিশীল ও আধুনিক করে তুলবে। এ বছর বসন্তের ফ্যাশন হবে উজ্জ্বল, আধুনিক এবং সহজে পরিধানযোগ্য।

মডেল: লিন্ডা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: টুয়েলভ
ছবি: সালেক বিন তাহের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top