পোর্টফোলিও I সিগনেট
সিগনেট-এর প্রতিটি পোশাকেই আছে শিল্প আর ফ্যাশনের মিশ্রণ। ফ্যাশন হাউসটি গতানুগতিক ধারার বাইরে একেবারেই আলাদা, আছে নিজস্ব স্বকীয়তা। এর পোশাক তৈরিতে প্রাধান্য পায় পরিবেশবান্ধব সুতি, খাদি, তাঁত ও সিল্ক কাপড় এবং ভেষজ রং। পোশাকে আছে হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, টাইডাই, নকশিকাঁথা, কারচুপির সঙ্গে দেশি আর পশ্চিমা প্যাটার্নের সমন্বয়। পোশাকের মান নিয়ন্ত্রণে দেওয়া হয় না কোনো ছাড়। সিগনেটের পোশাক তাই নজর কাড়বেই। সবার মাঝে সিগনেটের পোশাকে যে কাউকে দেখাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সোশ্যাল বিজনেসের আদলে এর পোশাক তৈরি হয় গ্রামীণ আর শহরতলির প্রান্তিক নারীদের দক্ষ হাতে। প্রতিটি পোশাক বিক্রির লভ্যাংশ পৌঁছে যায় তাদের হাতে। আছে নিজস্ব কারখানাও। সিগনেটের পোশাক কিনে তাই সরাসরি অংশ নেওয়া যাবে প্রান্তিক নারীদের জীবিকা ও ক্ষমতায়নে। উৎসাহ দেওয়া যেতে পারে তাঁত, নকশিকাঁথার মতো একান্ত নিজস্ব সংস্কৃতির প্রবৃদ্ধির জন্য। ঘরে বসেই ব্র্যান্ডটির পণ্যগুলো অনলাইন এবং কেয়ার নম্বরে যোগাযোগ করে পাওয়া যাবে।
ওয়েবসাইট: www.signet.com.bd
ফেসবুক: signet.com.bd
ইনস্টাগ্রাম: signet.com.bd
কেয়ার লাইন: ০১৭৫৫৬৩৮০৯৫, ০১৭১১৩২৭৯৪৪
মডেল: মৃদুলা, ফাহিম, লিন্ডা, বুশরা, ও ইসহান
ছবি: সালেক বিন তাহের