
আজকের রাশি I ১ এপ্রিল
মেষ
নিজস্বতা বজায় রাখুন। এটাই আপনার বিজয়ের মন্ত্র।
বৃষ
এমন আদুরে দিন খুব একটা আসে না। আহা রে!
মিথুন
দেয়াল দেখে থমকে গেলেন কেন? এটা টপকানো কি কোনো ব্যাপার?
কর্কট
ভুবন ভোলানো একটা মুহূর্ত উপভোগ করবেন আজ, বাহ্!
সিংহ
আবেদন হয়েছে, সাড়া দেবেন কি?
কন্যা
ভুলে গেলে চলবে না, আজ কিন্তু বহুত জরুরি একখান কাজ আছে।
তুলা
বহু জাবর কেটেছেন। আজ ফুল সুইংয়ে শুরু করুন।
বৃশ্চিক
প্রাপ্তিটুকু আজ মনটা ভরিয়ে দেবে আপনার।
ধনু
কর্কশ কিছু শব্দ দিনটাকেই গুবলেট করে দিতে পারে!
মকর
ছায়াটুকু কি সরে যচ্ছে? হ্যাঁ, আপনার রাস্তাটা আপনাকেই খুঁজে নিতে হবে এখন।
কুম্ভ
একঘেয়েমি কাটানোর সুযোগ পাবেন আজ। মিস করবেন না নিশ্চয় ।
মীন
কিম্ভুতকিমাকার কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। আপনি স্বাভাবিক থাকুন।