সঙ্গানুষঙ্গ I লা ভি অন রোজ
এই সিজনের সামার স্টেপল। বোল্ড কিংবা ক্ল্যাসিক লুক—যেমনটাই হোক না কেন, সাজের সঙ্গে হতে পারে পারফেক্ট পেয়ার। ফ্যাশনে তো বটেই, প্রয়োজনেও চাই
এই সিজনে লুকটা একটু ফাঙ্কি, একটু ট্রেন্ডি আর একটু আউট অব দ্য বক্স! তাহলে পিঙ্ক টিন্টেড সানগ্লাস হতে পারে পারফেক্ট অ্যাড অন। এর পাশাপাশি যদি চোখের সুরক্ষাও নিশ্চিত করা যায়, তবে তো বাজিমাত!
আজকাল পিঙ্ক টিন্টেড সানগ্লাস ফ্যাশনের হট ট্রেন্ডগুলোর একটি। শুধু ব্যতিক্রমী রঙের কারণেই নয়; এর আছে মুড-বুস্টিং ম্যাজিক, যা পুরো লুককেই বদলে দিতে পারে। ‘রোজ কালারড গ্লাসেস’ ব্যাপারটি এখন খুবই প্রাসঙ্গিক। কারণ, এটি শুধু চশমা নয়; ব্যক্তিত্বকে আরও ইতিবাচক ও আত্মবিশ্বাসী দেখানোর অনুষঙ্গ। গোলাপির গুণগান উঠে এসেছে বেশ কিছু গবেষণায়ও।
রোজ টিন্টেড সানগ্লাস পরার কিছু কার্যকরী সুবিধা রয়েছে। বিশেষ করে রোদ ঝলমলে অতিরিক্ত আলোকোজ্জ্বল দিনগুলোতে। তখন চোখে চাপ কমানোর পাশাপাশি এ রঙের চশমা কনট্রাস্ট বাড়িয়ে দেয় এবং ক্ষতিকর ইউভি রশ্মি থেকে চোখের সুরক্ষা দেয়। মানে, শুধু ফ্যাশনেবল অ্যাকসেসরিজ নয়; এগুলো আসলে চোখের জন্য একধরনের হেলথ গ্যাজেটও। পিঙ্ক সানগ্লাসের এই টিন্ট বিভিন্ন ধরনের হতে পারে এবং রকমভেদে এর কাজও ভিন্ন। ডার্ক পিঙ্ক টিন্টেড লেন্সগুলো ইউভি রশ্মি ৮০ শতাংশ পর্যন্ত আটকে দেয়, যা রৌদ্রোজ্জ্বল দিনে আউটিংয়ের জন্য একদম পারফেক্ট। তারপর আছে মিডিয়াম পিঙ্ক টিন্ট লেন্স, যেটি তার চেয়ে একটু বেশি আলো ঢুকতে দেয়। এই লেন্সগুলো হাইকিং বা স্পোর্টসের জন্য আদর্শ। কারণ, এগুলো দৃশ্যমানতা বাড়িয়ে দেয়। আর শেষে আছে লাইট পিঙ্ক টিন্ট লেন্স, যেটি মেঘলা দিনে বা ইনডোর ফ্যাশনের জন্য আদর্শ।
এ ছাড়া পিঙ্ক কালার এখন সারা বিশ্বে এক নতুন ট্রেন্ডের অংশ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বেশ কিছু বড় ফ্যাশন হাউস ও ডিজাইনারের কাজে এটি ব্যবহৃত হয়েছে এবং এখন পৃথিবীজুড়ে জনপ্রিয়। গোলাপি শুধু একটা রং নয়; হয়ে উঠেছে উজ্জ্বলতা, ফেমিনিনিটি আর পপ কালচারের প্রতীক।
স্টাইলিং
পিঙ্ক টিন্টেড সানগ্লাস শুধু বোল্ড আর ফাঙ্কি—এতটুকু ভাবা ভুল। এগুলো আসলে ফ্যাশন ও ফাংশনের এক দুর্দান্ত মিশ্রণ। সঠিকভাবে স্টাইল করলে এই সানগ্লাসগুলো সহজে লুকের সঙ্গে মানিয়ে যায় এবং ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে কাজ করতে পারে।
ফর হার
টোটাল পিঙ্ক
পিঙ্ক টিন্টেড লেন্সের সঙ্গে পিঙ্ক ফ্রেমের সানগ্লাস পরলে একটি স্টেটমেন্ট-লুক তৈরি হতে পারে। সফট বা বাবলগাম পিঙ্ক কালার গ্রীষ্ম ও বসন্তের জন্য উপযুক্ত। লুকটাকে আরেকটু বোল্ড করতে ওভাল ফ্রেম বা বড় স্কয়ার ফ্রেম বেছে নেওয়া যেতে পারে, যা স্টাইলিংয়ে ম্যাক্সিমালিজমকে উসকে দিতে পারে অনায়াসে।
নিউট্রাল অ্যান্ড নাইস
যদি পুরোপুরি পিঙ্ক লুক ব্যক্তিত্বের সঙ্গে না যায়, সমস্যা নেই! পিঙ্ক লেন্সের সঙ্গে নিউট্রাল কালারের ফ্রেমও মন্দ দেখাবে না। যেমন ব্ল্যাক, টর্টোয়েজে বা ক্লিয়ার অ্যাসটেট। এতে পিঙ্ক লেন্সের মজাদার ভাইব তো থাকবে, আবার ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে একটু সাধারণের মধ্যেই স্টাইলিশ দেখাবে। এককথায়, স্টাইল ও স্বস্তির একটি সুন্দর ভারসাম্য তৈরি হতে পারে।
গ্রেডিয়েন্ট অর ফ্ল্যাশ মিরর
লুকে কিছুটা ভিন্নতা আনতে চাইলে গ্রেডিয়েন্ট পিঙ্ক লেন্স বা ফ্ল্যাশ মিররড সানগ্লাস পরা যেতে পারে। গ্রেডিয়েন্ট লেন্স একদিকে যেমন হালকা ক্ল্যাসিক ভাইব দেয়, তেমনি ফ্ল্যাশ মিররড লেন্স লুককে করে তুলতে পারে বোল্ড। এই স্টাইলগুলো একই সঙ্গে একটা ভারিক্কি আর শালীন লুক দিতে পারে।
অ্যাকসেসরাইজ
পিঙ্ক সানগ্লাসের সঙ্গে পিঙ্ক অ্যাকসেসরিজ যেমন গয়না, হ্যান্ডব্যাগ বা পিঙ্ক স্কার্ফ ব্যবহার করা যেতে পারে। এই ছোট ছোট খুঁটিনাটি পরিবর্তন পুরো আউটফিটকে আরেকটু বেশি আকর্ষণীয় করে তুলতে পারে।
ফর হিম
ক্ল্যাসিক পিঙ্ক পপ
পিঙ্ক লেন্সের সঙ্গে একটু স্লিক লুক চাইলে স্কয়ার ফ্রেম বেছে নেওয়া যায়। পিঙ্ক টিন্টেড লেন্সের সঙ্গে এই ক্ল্যাসিক ফ্রেমগুলো একটি সতেজ ভাব এনে দিতে পারে লুকে, ফ্যাশনের সঙ্গে এতটুকু আপোস না করে! পাশাপাশি এগুলো যেকোনো আনুষ্ঠানিকতার জন্যও একদম আদর্শ। কারণ, এগুলো দেখতে খুব মার্জিত।
ডার্কার পিঙ্ক টিন্ট
যারা পুরোপুরি পিঙ্ক লুক চান, তাদের জন্য ডার্ক রোজ বা কোরাল টিন্ট জুতসই অপশন। এই টিন্টগুলো পিঙ্ক লেন্সের সকল সুবিধা দেবে, তবে খুব বেশি স্টেটমেন্ট লুক তৈরি করা ছাড়াই। অর্থাৎ, পিঙ্কের মজা উপভোগ করা যাবে; কিন্তু সাবলীল ও স্নিগ্ধ উপায়ে।
স্পোর্টস অ্যান্ড আউটডোর
পিঙ্ক লেন্স স্পোর্টস ওয়্যার হিসেবেও জনপ্রিয়, বিশেষ করে শীতকালীন খেলাধুলা বা সাইক্লিংয়ের জন্য। এটি কনট্রাস্ট এবং ডেপথ পারসেপশন উন্নত করতে সাহায্য করে, যা আউটডোর অ্যাকটিভিটি যেমন সাইক্লিং ও হাইকিংয়ের জন্য উপযুক্ত।
ফর বোথ
রেট্রো লুক
পিঙ্ক লেন্সের সঙ্গে যদি ওভাল বা ক্যাট আই ফ্রেম পরা যায়, তাহলে তৈরি হতে পারে দারুণ এক রেট্রো লুক! এই স্টাইল একদিকে যেমন সত্তর আর নব্বইয়ের দশকের ফ্যাশনকে উজ্জীবিত করে, তেমনি আধুনিক পিঙ্ক রঙের ফ্রেম জুড়ে দিয়ে একে হাল ফ্যাশনের ট্রেন্ডে শামিলও করে নেওয়া যায়। এককথায়, পিঙ্ক লেন্সের সঙ্গে এই ফ্রেমগুলো পরলে পাওয়া যেতে পারে স্টাইল ও ক্লাসের মিশ্রণ।
অ্যাথলিজার ও স্পোর্টসওয়্যার
পিঙ্ক টিন্টেড সানগ্লাস কিন্তু অ্যাথলিজার বা স্পোর্টি আউটফিটের সঙ্গে খুবই ভালো মানায়। যেমন জগার, স্লিক হুডি আর স্নিকার্সের সঙ্গে পিঙ্ক সানগ্লাস পরলে এমনিতেই ট্রেন্ডি ও কুল দেখাবে। এই স্টাইলিং একদিকে যেমন স্পোর্টি, তেমনি ফ্যাশনেবলও।
স্ট্রিট স্টাইল
পিঙ্ক লেন্স স্ট্রিট স্টাইলের জন্যও আদর্শ। ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদের মধ্যে এই সানগ্লাস অত্যন্ত জনপ্রিয়। পিঙ্ক সানগ্লাসের সঙ্গে গ্রাফিক টি, ডেনিম জ্যাকেট এবং চাঙ্কি স্নিকার্স পরা যেতে পারে, যা নিঃসন্দেহে একটি আকর্ষণীয় লুক তৈরি করবে।
পিঙ্ক প্রেসক্রিপশন সানগ্লাস
যারা ফ্যাশনের জন্য নয়, বরং প্রয়োজনের জন্য চশমা পরেন, তারা খুব সহজে হালকা টিন্টের পিঙ্ক সানগ্লাস বেছে নিতে পারেন। বাইরে কিংবা ভেতরে কোথাও চশমা পরিবর্তন করার ঝামেলা ছাড়াই সারা দিন আরামদায়কভাবে চলাফেরা করা যায়, যা সময়ও বাঁচায়। এ ক্ষেত্রে সিঙ্গেল ভিশন সানগ্লাস ছাড়াও গ্রেডিয়েন্ট, মিররড এবং পোলারাইজড লেন্সের জন্য প্রেসক্রিপশন সানগ্লাস বেছে নেওয়া যেতে পারে।
সুবিধা-অসুবিধা
পিঙ্ক লেন্স সানগ্লাস মুডে যোগ করতে পারে ইতিবাচকতা। শুধু মুডই নয়; চোখের ক্লান্তি আর চাপ কমানোর ক্ষেত্রে পিঙ্ক লেন্স বেশ কার্যকরী, বিশেষ করে যদি দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা কিংবা দিনের অনেকটা সময় গাড়ি চালানো হয়, তাহলেও। পিঙ্ক লেন্স কনট্রাস্ট এবং ডেপথ পারসেপশন বাড়িয়ে দেয়, যেটা ড্রাইভিং বা আউটডোর অ্যাকটিভিটিতে বেশ কাজে আসে। শীতকালীন খেলাধুলার জন্যও এটা একদম পারফেক্ট। আর যেভাবে অন্যান্য সানগ্লাস ইউভি রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়, পিঙ্ক লেন্সও চোখকে দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে রক্ষা করে। পিঙ্ক রঙের উষ্ণ টোন সব ত্বকের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। ত্বককে উজ্জ্বল, তারুণ্যদীপ্ত ও প্রাণবন্ত আভা দেয়।
এ রঙের লেন্স কিছু বিশেষ পরিস্থিতিতে রঙের অনুভব পরিবর্তন করতে পারে, যা কনট্রাস্ট ও ডেপথ উন্নত করতে সহায়ক। তবে, যেখানে সঠিক রং নিখুঁতভাবে দেখা প্রয়োজন, সেখানে এটি কিছুটা সমস্যা তৈরি করতে পারে। যেমন কোনো একটা নির্দিষ্ট রঙের সঠিক টোন দেখতে চাইলে, পিঙ্ক লেন্স হয়তো সেই রংগুলোকে ঠিকভাবে তুলে ধরতে পারবে না। এ ছাড়া কম বা সমতল আলোতে পিঙ্ক লেন্স পরা তেমন কার্যকর নয়। কারণ, এই ধরনের পরিবেশে এটি দৃষ্টিশক্তি কমিয়ে দিয়ে অস্বস্তি বা অস্পষ্টতা তৈরি করতে পারে। এর পাশাপাশি, পিঙ্ক লেন্স গ্লেয়ার রিডাকশনে গ্রে বা ব্রাউন টিন্টের মতো তেমন কার্যকর নয়; বিশেষ করে উজ্জ্বল বা প্রতিফলিত আলোতে, পিঙ্ক লেন্স গ্লেয়ার কমাতে তেমন সাহায্য করে না, যার ফলে কিছু পরিস্থিতিতে এর কার্যকারিতা কমে যায়।
শিরীন অন্যা
মডেল: আনসা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: আদ্রিয়ানা এক্সক্লুসিভ
ছবি: কৌশিক ইকবাল