skip to Main Content

বাইট

এলভিএল ল্যাশ লিফট
নামিদামি সব মাসকারা ব্র্যান্ডের মন ভোলানো কথায় মজে নিরাশ হওয়ার দিন শেষ। কারণ লেন্থ, ভলিউম, লিফট একই সঙ্গে তিনটি পরিবর্তন পাওয়া যাবে আইল্যাশের নতুন এ ট্রিটমেন্টে। পুরস্কারপ্রাপ্ত ল্যাশ কেয়ার কোম্পানি নভে ল্যাশেস-এর আবিষ্কার এলভিএল ল্যাশ লিফট। এটি মূলত আইল্যাশ পার্ম এবং আইল্যাশ টিন্ট ট্রিটমেন্টের সংমিশ্রণ। যা আইল্যাশের সৌন্দর্য বাড়ায় বহুগুণে। ৪৫ মিনিট থেকে ঘণ্টাব্যাপী এ ট্রিটমেন্টের শুরুতে আইল্যাশগুলো একধরনের বিশেষ সেরামে ঢেকে দেওয়া হয়। যা আইল্যাশগুলোকে গোড়া থেকে সোজা করে দেয়। তারপর একে কার্ল করে টিন্ট করে দেওয়া হয়, দরকার হলে এক্সটেনশনও। একদমই ব্যথাহীন এ প্রক্রিয়ায় ল্যাশ দেখায় লম্বা, ঘন এবং কার্লি। ঠিকমতো যত্নআত্তি করলে এই ল্যাশ লিফট টিকে থাকবে ৬-৮ সপ্তাহ। প্রথম ৪৮ ঘণ্টা ল্যাশে পানি লাগানো একদম নিষেধ। ট্রিটমেন্টের পরের দু’দিন মাসকারাও মাখা মানা। ন্যাচারাল ল্যাশের একদমই ক্ষতি করে না এই ট্রিটমেন্ট। খরচ পড়বে ৬০ ডলার করে।

ম্যাকের মজাদার কালেকশন
পনেরোটি নতুন লিপগ্লস বাজারে আনতে যাচ্ছে বিউটি জায়ান্ট ম্যাক। পেস্ট্রি অনুপ্রাণিত পুরো লাইনে ফ্লেবারগুলোও দারুণ। কোনোটা ফানফেটি কেক, কোনোটা সুগার কুকি, কোনোটা বানানা মাফিন তো কোনোটা কোকোনাট ম্যাকারনের মুখরোচক ফ্লেভারে তৈরি। মডেল ও ইনফ্লুয়েন্সার কারো দোরকে মাথায় রেখেই লিপগ্লসগুলো বাজারে আনার পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি। প্রেস রিলিজ থেকে জানা গেছে, এর মধ্যে কারোর পছন্দসই ফ্লেভারগুলো হচ্ছে ডেথ বাই চকলেট, যা একটি ফেডেড বার্গেন্ডি শেড আর অন্যটি সফট লাইলাক শেডের পার্পল পান্না কোটা। ম্যাকের গ্লোবাল মেকআপ আর্টিস্ট ডমিনিক স্পিনার গেল এপ্রিলে প্রথম দেখান লিপগ্লসগুলো। ফ্লেভার দেওয়া সুগন্ধিযুক্ত লিপগ্লসগুলো পরে ব্যবহৃত হয় বিভিন্ন ফ্যাশন উইকে, মডেলদের ঠোঁটে। আগামী জুনের ১১ তারিখ থেকে ম্যাকের সাইটে মিলবে ওহ, সুইটি লিপ কালার কালেকশনটি। প্রতিটির মূল্য ১৭ ডলার।

মেগান মার্কেলের মেকআপ লিস্ট
ঝকঝকে উজ্জ্বল ত্বক থেকে তার ট্রেডমার্ক হিসেবে পরিচিত লম্বা ঢেউখেলানো চুল- রাজপরিবারের নতুন এ সদস্যের রূপ নিয়ে কৌতূহল এখন বিশ্বজুড়ে। কেমন মেগানের রূপরুটিন বা কী ব্যবহার করেন তিনি রোজকার সৌন্দর্যচর্চায়, এসবই এখন আলোচনার বিষয়বস্তু। বিয়ের মাসখানেক আগে আমেরিকান টিভি শো টুডেতে দেওয়া সাক্ষাৎকারে জানা গেছে মেগানের মোস্ট ফেবারিট মেকআপের তালিকা সম্পর্কে। এর মধ্যে প্রথমেই আসে ৪৪ ডলার দামের লরা মাসিয়ারের ইলিউমিনেটিং প্রাইমার। কারণ, খুব ভারী ফাউন্ডেশন একদমই পছন্দ নয় মেগানের। তাই শিশিরসিক্ত উজ্জ্বলতা দেওয়া এ প্রাইমারই তার প্রথম পছন্দ। চোখের কোণে শিমারের উজ্জ্বলতা পছন্দ করেন মেগান। শ্যানেলের স্টাইল ইয়েড ওয়াটারপ্রুফ লং লাস্টিং আইলাইনার থাকে তার মেকআপ লিস্টে। তালিকায় আরও আছে র্নাস-এর অরগাজম ব্লাশ, ওয়াইএসএল-এর টাচ একলেট কনসিলার, সু ইয়েমুরার আইল্যাশ কার্লার। ঠোঁটের জন্য মেগানের প্রথম পছন্দ এসপিএফ ১৫ যুক্ত ফ্রেশ সুগারের অ্যাডভান্সড থেরাপি লিপ ট্রিটমেন্ট। চুলের জন্যও রয়েছে তাঁর পছন্দের কিছু পণ্য। নারকেল তেলের দারুণ ভক্ত মেগান। তাই ভিটা কোকোর অর্গানিক নন-জিএমও কোকোনাট অয়েল ব্যবহার করেন নিয়মিত। হেয়ার স্প্রের জন্য অরবির ড্রাই টেক্সারাইজিং স্প্রে বেশি ব্যবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top