বুলেটিন
গিসুর প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোজি
নেদারল্যান্ডসের বিউটি ব্র্যান্ড গিসু এই প্রথম তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন করেছে; তিনি সুপারমডেল ও অভিনেত্রী রোজি হান্টিংটন হোয়াইটলি। এ উপলক্ষে নতুন পণ্যও বাজারে এনেছে ব্র্যান্ডটি। হানি মিল্ক ফাইভ ইন ওয়ান স্টাইলিং ক্রিম; যা স্টাইলিংয়ের পাশাপাশি চুলকে দেবে পুষ্টি ও সুরক্ষা। গিসুর সহপ্রতিষ্ঠাতা নেগিন মিরসালেহি জানিয়েছেন, রোজিকে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে নিজের পরিশীলিত স্টাইল ও সিগনেচার হেয়ার লুকের জন্য পরিচিত এই তারকা। তিনি আগেও বিভিন্ন সময়ে গিসুর পণ্য ব্যবহার করে এই ব্র্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকি লন্ডনের গিসু পপ-আপেও উপস্থিত ছিলেন। এবার ব্র্যান্ডের মূল ক্যাম্পেইনে নেতৃত্ব দেবেন।
আলটা বিউটিতে ২১ দিনের মূল্যহ্রাস
যুক্তরাষ্ট্রের বিউটি রিটেইল আলটা বিউটি ২১ দিনের মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে; যা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে কাল্ট ক্ল্যাসিক, নতুন পণ্য, সেলিব্রিটি ফেবারিটসহ সবই পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়ে। অর্থাৎ অর্ধেক দামে। ক্লিনিক, এস্টে লডার, ওলাপ্লেক্স, ফেন্টি বিউটি, লোলাভি, আরইএম বিউটির মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে এই অফারে। স্কিন কেয়ার, হেয়ারকেয়ার আর মেকআপ—মিলবে সব লাইনের পণ্যই। প্রতিদিনই থাকবে নতুন নতুন অফার। তাই চোখ রাখা চাই আলটার অফিশিয়াল ওয়েবসাইটে।
লুই ভিতোঁর কালার কসমেটিক লাইন
লা বিউটি লুই ভিতোঁ। ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁর কসমেটিক লাইন। বাজারে এসেছে ৫৫ শেডের লিপস্টিক, ১০টি টিনটেড বাম এবং ৮টি আইশ্যাডো প্যালেট নিয়ে। লিপস্টিকগুলো সাটিন আর ম্যাট ফিনিশে পাওয়া যাবে। আইশ্যাডো প্যালেটগুলো সাজানো হয়েছে যত্নের সঙ্গে। ফর্মুলায় রয়েছে শিয়া বাটার ও হায়ালুরনিক অ্যাসিড; যা ঠোঁটকে রাখবে নরম ও হাইড্রেটেড। প্রতিটি পণ্যে থাকছে ফুলের হালকা সুবাস, যা তৈরি করেছেন লুই ভিতোঁর নিজস্ব মাস্টার পারফিউমার জ্যাক ক্যাভেলিয়ার বেলিট্রেড। কালেকশনে রয়েছে কিছু বিশেষ হাইলাইটেড শেড। আর বামগুলো শিয়ার ও গ্লসি।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
