skip to Main Content

একঝলক

উত্তরায় বিবিআনা

রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ বিবিআনার নতুন আউটলেট। ঢাকায় ব্র্যান্ডটির নবম আউটলেট এটি।
উত্তরার সেক্টর ১, রোড ১৩-এর ২০ নম্বর বাড়ির নিচতলায় ১৫ জুলাই আউটলেটটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, উপস্থাপিকা শারমিন লাকি, ডিজাইনার তানিয়া ওয়াহাব, বিউটি এক্সপার্ট আফরোজা পারভীনসহ প্রতিষ্ঠানটির ডিজাইনার ও কর্মকর্তাবৃন্দ। নতুন আউটলেট নিয়ে বিবিআনার কর্ণধার লিপি খন্দকার জানান, বরাবরের মতো এই আউটলেটেও নারীর পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মূলত এখানে সালোয়ার, কামিজ, দোপাট্টা, শাড়ি, সিঙ্গেল সালোয়ারসহ আরও নানা পণ্য রয়েছে। ছেলেদের জন্য রয়েছে ফতুয়া ও পাঞ্জাবি। থাকছে বিছানার চাদর ও পর্দার বাহারি কালেকশন।
নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর থাকছে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়। এই সুযোগ সীমিত সময়ের জন্য।

স্মার্টফোন ও ট্যাব মেলা

স্মার্টফোন ও ট্যাবলেট পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে আয়োজিত হয় স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ থেকে ১৪ জুলাই তিন দিনব্যাপী চলে এই মেলা। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানির উচ্চস্থানীয় কর্মকর্তারা।
এক্সপো মেকারের আয়োজনে এটি দশম প্রদর্শনী। এবারের মেলায় অংশ নেয় স্যামসাং, টেকনো, সিম্ফনি, উই, হুয়াওয়ে, নকিয়া, অপ্পো, ভিভো, আইফোন, লাভা, উইনম্যাক্স, লেনোভো, ডিটেইল, উইমিডিজি, সোলার ইলেকট্রো, বিজয়সহ অন্যান্য ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করে। পাওয়া যায় মোবাইল অ্যাকসেসরিজও। এ ছাড়া বেশ কিছু মডেলের স্মার্টফোন লঞ্চ করা হয়।

কে ক্র্যাফটে ব্যাগের কালেকশন

নানামুখী প্রয়োজনের কথা মাথায় রেখে কে ক্র্যাফট তৈরি করেছে ব্যাগের ফ্যাশনেবল কালেকশন। যেখানে রয়েছে ছেলে ও মেয়ে উভয়ের জন্য ট্রাভেল, ল্যাপটপ, ব্যাকপ্যাক, ওয়েস্ট, স্কুল কলেজ ব্যাকপ্যাক, ক্রসবডি, সাইড ব্যাগ, টোট ব্যাগ, ম্যাসেঞ্জার ব্যাগসহ আরও নানা ধরনের ব্যাগ। এগুলোয় ব্যবহার করা হয়েছে ক্যানভাস কাপড়। সঙ্গে পিওর লেদার ব্যবহার করা হয়েছে অর্নামেন্টেশনের জন্য। কালারেও রয়েছে বৈচিত্র্য। যেমনÑ ব্রাউন, বার্গেন্ডি, রয়েল ব্লু, নেভি ব্লু, অলিভ গ্রিন ইত্যাদি।

রঙ বাংলাদেশের অফার

রঙ বাংলাদেশ দিচ্ছে বেশি কিনলে বেশি লাভ অফার। এই বর্ষায় একাধিক পণ্য কিনলেই পাচ্ছেন ছাড়। দুটি কিনলে ১০ শতাংশ, তিনটি কিনলে ১৫ শতাংশ আর তিনটির বেশি পণ্য কিনলেই পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। এই বিশেষ সুযোগ পাওয়া যাবে রঙ বাংলাদেশের সব সামগ্রীতেই। ৭ আগস্ট পর্যন্ত। রঙ বাংলাদেশের শোরুমে সব বয়সের সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অনন্য ডিজাইনের পোশাক-শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচড ড্রেস, পাঞ্জাবি, পাজামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। এ ছাড়া বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্য। রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডকাভার, পিলোকাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস, মগসহ নানান ধরনের গৃহস্থালি ও উপহারসামগ্রী।
শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে বেশি কিনলে বেশি লাভ অফার। আছে হোম ডেলিভারির ব্যবস্থা।

কর্মজীবীদের জন্য ফ্যাশনেবল পোশাক

তরুণদের জন্য, বিশেষত কর্মজীবী নারী ও ফ্যাশন-সচেতন পুরুষদের কথা মাথায় রেখে নাইন-টু-নাইন কালেকশন নিয়ে এসেছে লা রিভ।
এ কালেকশনে রয়েছে টিউনিক, লং কামিজ, শর্ট স্কার্ট, ওয়েস্টার্ন স্টাইল নট টপ, ফরমাল ট্রাউজার এবং ম্যাচিং বটম। পাশাপাশি পুরুষদের জন্যও লা রিভ নাইন-টু-নাইন কালেকশনে থাকছে মানানসই সব অফিস ও আফটার অফিস ওয়্যার। লা রিভের সিইও মন্নুজান নার্গিস বলেন, ‘পোশাক নিয়ে যারা ভাবেন, যেমন কোথায় কোন পোশাক মানানসই বা কর্মক্ষেত্রেও যারা নিজেদের ফিট রাখতে চান, এই কালেকশন তাদের জন্য।’
ইন্টারন্যাশনাল ট্রেন্ড মেনে সাদা, নেভি ব্লু, কালো, ধূসর, বেগুনি, হলুদ ও প্যাস্টেল শেডে নাইন-টু-নাইন পোশাকে ব্যবহার করা হয়েছে সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক হেমলাইন।

প্যান এশিয়ান ফুড ফেস্টিভ্যাল

প্যান এশিয়ার খাদ্যসংস্কৃতি নিয়ে ফড ফেস্টিভ্যালের আয়োজন করে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। প্যান এশিয়ার সাতটি দেশ জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খাবারগুলো পাওয়া যায় এই ফেস্টিভ্যালে।
প্যান এশিয়া ওয়াটার গার্ডেন ব্র্যাসারি ব্যানারে আয়োজিত ফুট ফেস্টিভ্যাল শুরু হয় ২ আগস্ট। চলে ১১ আগস্ট পর্যন্ত। ফেস্টিভ্যালের প্রধান শেফ মফিজ উল্লাহ জানান, ফুড ফেস্টিভ্যালে প্যান এশিয়ার দেশগুলোর ঐতিহ্যবাহী খাবারসহ দুই শতাধিক মেইন ডিশ, স্যালাড ও ডেজার্ট আইটেম তৈরি করা হয়। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই আয়োজন।
উৎসবটি অনুষ্ঠিত হয় প্রিমিয়াম বুফে রেস্টুরেন্ট ওয়াটার গার্ডেন ব্র্যাসারিতে। ফেস্টিভ্যাল চলাকালীন অতিথিদের স্বাগত জানাতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের আঙিনা সজ্জিত করা হয় প্যান এশিয়ান দেশগুলোর পতাকা ও ঐতিহ্যবাহী অনুষঙ্গ দিয়ে। উৎসবে শোভা পায় মালয়েশিয়ার ঘুড়ি, চীনা লণ্ঠনসহ নানা প্রকার সাজ ও অলংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top