skip to Main Content

অর্গানিক I প্রকৃতিজাত

রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের কদর আগের মতোই অটুট। কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া নেই বলে এগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে

রূপচর্চায় যোগ হচ্ছে নিত্যনতুন সব উপকরণ। তা প্রাকৃতিক হোক কিংবা রাসায়নিক। যোগ হয়েছে চমকপ্রদ নানান প্রক্রিয়া। তবে একসময় শুধু প্রাকৃতিক উপকরণেই সৌন্দর্যচর্চা হতো। বিশেষ করে বিয়ের আগে কনের ত্বকের আর চুলের যত্নে। সেগুলো বেশ কার্যকর ও কোনো ধরনের ক্ষতি ছাড়াই সৌন্দর্যে দীপ্তি ছড়াতো। এখনো সেসব উপকরণ ব্যবহৃত হয়।

হলুদ
বিয়ের অনুষ্ঠানের একটি অপরিহার্য উপকরণ হলুদ। যুগ যুগ ধরে এটি সৌন্দর্যচর্চার প্রধান একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি একটি চমৎকার অ্যান্টিসেপটিক। ব্রণ বা ত্বকের ইনফেকশন সারাতে বেশ কার্যকর। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান ত্বক জীবাণুমুক্ত ও ব্রণমুক্ত রাখতে সাহায্য করে। কাঁচা হলুদে রয়েছে অ্যান্টি-এজিং উপাদান, যা বলিরেখা দূর করে। রোদে পুড়ে যাওয়া ত্বক বা পিগমেন্টেশন কমাতে কাঁচা হলুদ বাটা ভালো কাজ দেয়। চন্দন ও হলুদের তৈরি প্যাক তৈলাক্ত ত্বকের উপযুক্ত দাওয়াই।
তবে সরাসরি হলুদ না লাগিয়ে অন্য উপকরণ যেমন চন্দন, চালের গুঁড়া, বেসন সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে।
চন্দন
সৌন্দর্যচর্চায় এর ব্যবহার হাজার বছরের। একসময় প্রসাধনীতে এটি অপরিহার্য ছিল। এখনো এর কদর কমেনি। চন্দন কাঠ, গুঁড়া ও তেল বাজারে কিনতে পাওয়া যায়। ত্বকের প্রশান্তি এনে দিতে এর জুড়ি নেই। অ্যান্টি-অ্যাজিং ক্ষমতা থাকার কারণে এটি মুখত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ডার্ক সার্কেল নিরাময়ে কার্যকর। রোদে পোড়া দাগ কমাতে কিংবা ফ্যাকাশে ভাব কমাতে এটি দ্রুত কাজ করে। ত্বকের অতিরিক্ত তেলে ভাব নিয়ন্ত্রণ করতে চন্দন সহায়তা করে। সুগন্ধ এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য। ব্যবহারের পর তা রয়ে যায় বেশ কিছু সময়।
মুলতানি মাটি
মুলতান অঞ্চলে পাওয়া যেত বলে এমন নাম। ত্বক ঠান্ডা করা থেকে শুরু করে উজ্জ্বলতার কাজে এটি ব্যবহৃত হয়। এটি চমৎকার একটি ত্বক পরিষ্কারক। তৈলাক্ততা, ধুলাবালি ও কালো দাগছোপ দূর করে। ত্বক কোমল ও মসৃণ করে তুলতে এর জুড়ি নেই। মুলতানি মাটি অ্যালুমিনিয়াম সিলিকেট নামক খনিজে সমৃদ্ধ, যার উচ্চ শোষণ ক্ষমতা ত্বককে সতেজ ও উজ্জ্বল করে তোলে। এর মধ্যে থাকা চুন ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলতে সহায়তা করে। মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে লাগালে তা ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য রক্ষা করে।
নিম পাতা
নিম পাতায় বিদ্যমান ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড ত্বক ও চুলের জন্য উপকারী। এটি ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ারোধী। তাই ত্বকের সুরক্ষায় বেশ কার্যকর। ব্রণের সংক্রমণ থেকে এটি সহজে মুক্তি দেয়। দাগ দূর করতে এবং ত্বকের ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বকের রোদে পোড়া ভাব কমিয়ে দেয়।
গোলাপজল
সাধারণত টোনার ও ক্লিনজার হিসেবে ব্যবহৃত হয়। ত্বকের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল বের করে নিতে এটি কার্যকর একটি উপাদান। উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। এটি নিয়মিত ব্যবহারে ত্বক চমৎকারভাবে কোমল হয়ে ওঠে।
মেথি
চুল ও ত্বকের পরিচর্যায় বহুল ব্যবহৃত একটি উপাদান। চুল ঝরে যাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়া পর্যন্ত এটি সমানভাবে কার্যকর। ত্বককে রোদে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে মেথি ভূমিকা রাখে। এটি ভালো একটি প্রাকৃতিক ক্লিনজিং। ত্বকের মলিনতা দূর করে উজ্জ্বল করে তুলতে কার্যকর উপাদান মেথি। এটি শরীরের ফ্রি র‌্যাডিকেল ধ্বংস করে, ফলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।

 তাসমিন আহমেদ
মডেল: নাজিয়া
মেকওভার: পারসোনা
জুয়েলারি: স্পার্কেল
ছবি: সৈয়দ অয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top