ফিচার I হস্তনন্দন
নতুন শাড়ির আশ্লেষ, তেল হলুদের ছোঁয়া কিংবা কঙ্কণ কুমকুমের আভরণেও যেন অপূর্ণ রয়ে যায় কনের সাজ। মেহেদি রাঙানো দুহাত ছাড়া। সাবেকি থেকে সমকালীন– সাজের ধরন যেমনই হোক, নিপাট বউ করে দেখাবার মোক্ষম উপায় মেহেদি। ঐতিহ্যের আবশ্যকীয় অংশ তো বটেই, শুভক্ষণের প্রস্তুতিস্বরূপই বিয়ের শুরুর দিকে ঘটা করে মেহেদি পরানো হয় কনের হাতে। ডিজাইনে কখনো ফোটে ফুল, জীবন্ত হয়ে ওঠে পাখি। সঙ্গে খেলা করে অ্যাবস্ট্রাক্ট, এথনিক ও জিওমেট্রিক্যাল নানা প্যাটার্ন। আর এখন তো মেহেদির আঁকিবুঁকি আরও বেশি সৃজনী। শৈল্পিক। তাই বর–কনের প্রেমোপাখ্যান থেকে তাদের আস্ত পোর্ট্রেট মুঠোবন্দি হয়ে যাচ্ছে মেহেদির কল্যাণে। ডিজাইনে ফুটে উঠছে বিয়ের থিম থেকে শুরু করে হ্যাশট্যাগটাও। পুরো সাজের সঙ্গে মানিয়ে
মডেল: নাজ ও শ্রাবণী
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: আলমিরা
ছবি: সৈয়দ অয়ন