ডিজাইনার’স টক I স্কিনি ফ্যাশন
লিনথিন বা হালকা-পাতলা গড়নের মেয়েদের পোশাক-আশাক নিয়ে কিছুটা চিন্তাভাবনার প্রয়োজন। যথাযথ মাপ ও ডিজাইনের পোশাক না পরলে অনেককে রুগ্ণ এমনকি অসুস্থও দেখাতে পারে। তবে সচেতন হলেই আকর্ষণীয় ও ট্রেন্ডি হয়ে ওঠা যায়। সেই গাইডলাইন দিয়েছেন ফ্যাশন ডিজাইনার ফারজানা ইউসুফ