হালকা হিমেলে বাতাস আবার কিছুটা উষ্ণতা, এই অনুভূতি নিয়েই হেমন্ত ঋতুর আগমন। হেমন্তের এই বৈচিত্র্যের কারণে হেমন্তের পোশাকও হওয়া চাই ঋতু উপযোগী। তাই গরম ঠান্ডার এই তারতম্যকে মাথায় রেখে দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফটের বাজারে এনেছে হেমন্ত আয়োজন। লংকাটের ড্রেস কিন্তু কাপড়টা আরামদায়ক অথবা টুপার্ট এর ড্রেস অথবা কেইপ টপস্ এসবই হেমন্তের উপযোগী পোশাক। একটু ভারি কাপড়ের টপস্ও যোগ করা যেতে পারে স্টাইল স্টেটমেন্টে। আর এসবই রয়েছে কে ক্র্যাফ্টের হেমন্ত আয়োজনে। রং হিসাবে রয়েছে হালকা ও গাঢ় সব ধরনের রং।
Related Projects
‘হিরোইন বিডি’র প্রথম বিক্রয় কেন্দ্র
- October 23, 2023
পুরো বিক্রয় কেন্দ্র সাজানো ছিল উদ্যোক্তাদের পণ্য দিয়ে। কী নেই তাতে? আছে ঘরে তৈরি খাবার, সকল ধরনের ফ্রোজেন ফুড, অর্গানিক চাল, খাঁটি নারকেল তেল, সরিষার তেল, ঘি, আচার, পিঠা, শাড়ি ,সালোয়ার কামিজ ,ফতুয়া, লুঙ্গি, পাঞ্জাবি, রংপুরের ঐতিহ্যবাহী সতরঞ্জি, দেশি ও বিদেশি পোশাক, গহনা, অর্গানিক স্কিন কেয়ার পণ্যসহ আরও বহু কিছু
আজ প্রথিতযশা নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন
- July 28, 2018
বাংলাদেশের প্রথিতযশা নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম