উৎসবমুখর বসন্ত উদযাপন করার জন্য অঞ্জন’স প্রতিবছর বিশেষ আয়োজন করে থাকে। ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, টপস নিয়ে অঞ্জন’স এর এবারের বসন্ত আয়োজন। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের গহনা পাওয়া যাবে এবারের আয়োজনে। শিশু কিশোরদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। এবারের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ। হলুদ, কমলা, বাসন্তী, জলপাই ও সবুজ রঙ বেশি প্রাধান্য পেয়েছে এবারের বসন্তের আয়োজনে। ডিজাইনেও বেশ বৈচিত্র থাকছে। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য পেয়েছে। কাপড় হিসেবে বেছে নেয়া হয়েছে কটন, ভয়েল, লিলেন কটন।
Related Projects
বিইউএফটি ও ব্লুচিজ আউটফিটারস সমঝোতা স্মারক
- June 4, 2024
উদ্ভাবনী গবেষণার প্রচার করতে এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করতে সক্ষম করবে সমঝোতা স্মারকটি
দ্য মসলিন প্লাটফর্মে ঢাকা কিচ
- January 15, 2024
' আমরা এর মাধ্যমে শহুরে জীবনের নানা অনুষঙ্গ বিশেষ করে মজার দিকগুলো তুলে ধরতে চাই। ফাংশনাল আর্টের ছোঁয়া দিতে চাই আমাদের সকল পণ্যে’