বাংলাদেশি ব্র্যান্ড অরাম বাংলাদেশ তাদের নান্দনিক নকশার জন্য ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে। আরামদায়ক ফেব্রিক ব্যবহারে দেশের আবহাওয়ার জন্যে উপযুক্ত পোশাক তৈরি করে এই লেবেল। অলংকরণে দেখা যায় নিজস্ব মোটিফের ব্যবহার।

অনলাইনে ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়ার পাশাপাশি এবার এক্সপেরিয়েন্স সেন্টারও চালু করেছে অরাম। এতে ক্রেতা তার মূল্যবান আয় ব্যয় করে পোশাক কেনার পূর্বে দেখেশুনে সিদ্ধান্ত নিতে পারবেন।
রাজধানীর বনানীর চার নম্বর রোডে, ৭৫ নম্বর বাড়িতে পসরা সাজিয়েছে ব্র্যান্ডটি।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: অরাম-এর সৌজন্যে

