আগামী ৯ থেকে ১৩ মে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ফ্যাশন উইক। আয়োজনটির ২৬ বছরের ইতিহাসে এই প্রথমবার রাখা হচ্ছে প্লাস সাইজ ক্লোদিংকে ডেডিকেট করা এক বিশেষ রানওয়ে। খবর দ্য গার্ডিয়ানের।
‘এ নিয়ে গত ২০ বছর ধরে লড়ে যাচ্ছি আমি,’ বলেছেন সাইজ-ইনক্লুসিভ মডেলিং এজেন্সি বেলা ম্যানেজমেন্টের সিইও চেলসি বোনার। মে মাসে সিডনিতে তিনি ‘দ্য কার্ভ এডিট: ওয়ান অব ফিফটি’ ফ্যাশন শো হাজির করতে যাচ্ছেন।
বোনার আরও বলেন, ‘এই আইডিয়া যদি আমি ৫ বছর আগেও উপস্থাপন করতাম, অনুমতি পেতাম না। যেহেতু এখন আমরা একেবারেই নতুন এক দুনিয়ায় রয়েছি, তাই শরীর সম্পর্কে, আমাদের নিজেদের সম্পর্কে চিন্তাধারা এখন একেবারেই আলাদা।’
বলে রাখা ভালো, সাম্প্রতিক বছরগুলোতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ডাইভারসিটি হয়ে উঠেছে একটি ওয়াচওয়ার্ড। তবু ব্যাপক পরিসরে সাইজ ইনক্লুসিভিটি এখনো তেমন একটা জায়গা পাচ্ছে না। অস্ট্রেলিয়ায় ডিজাইনারদের অনেকেই ফ্যাশন উইকের জন্য নিজেদের কালেকশনে ১২ কিংবা ১৪ সাইজের উপরে ক্লোদিং হাজির করেন না।