পিতৃতান্ত্রিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক কন্যার জীবনসংগ্রাম এবার চিত্রায়িত হতে চলেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন প্রযোজিত সিনেমায়। মেঘনা গুজরালের পরিচালনায় অ্যাসিড-আক্রান্ত কন্যা ও সমাজকর্মী লক্ষ্মী আগরওয়ালের জীবনের আধারে তৈরি হতে চলেছে। ছবিটি প্রযোজনার পাশাপাশি লক্ষ্মীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা।
ভারতের রাজস্থানের মেয়ে লক্ষ্মী আগরওয়াল মাত্র ১৫ বছর বয়সে অ্যাসিড-আক্রান্ত হন। নানা চিকিৎসা, সার্জিক্যাল ট্রিটমেন্টের পর কিছুটা সেরে উঠলে তিনি অ্যাসিড-আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। অ্যাসিড-আক্রান্ত কন্যাদের চিকিৎসাসহ তাঁদের নানাভাবে সাহায্যের পাশাপাশি অ্যাসিড-আক্রমণের বিরুদ্ধে শুরু করেন প্রচার সংগ্রাম। তাঁর কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০১৪ সালে তাঁকে ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড, ২০১৪’ প্রদান করা হয়। তৎকালীন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন লক্ষ্মী।
পরিচালক মেঘনা গুলজার লক্ষ্মীর জীবনের গল্পকে চিত্রায়িত করে সমাজে সচেতনতা তৈরি করতে চান। সেই লক্ষ্যেই এই বায়োপিক। আর মেঘনার এই কাজকে সফল করে তুলতে এগিয়ে এসেছেন দীপিকা। বলিউডের এই দুই নারী এবার লক্ষ্মীর জীবনের গল্পকে আধার করে রুপালি পর্দায় তুলে আনতে চলেছেন নারীবাদী সংগ্রামের উপাখ্যান।