থিম নির্ভর ঈদ আয়োজন করেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। মূল থিম ক্লাসিক্যাল ফোর এলিমেন্টস– আগুন, পানি, মাটি ও বাতাস। গ্রিক মিথোলজি মতে, এই চার উপাদানে গঠিত বিশ্বব্রহ্মাণ্ড। প্রতিটি উপাদানের রয়েছে আলাদা প্রতীক। সত্তার রংও আলাদা।
মাটি, আগুন, পানি ও বাতাসের এই নানান রূপ-বৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে রঙ বাংলাদেশের ঈদ কালেকশনের রং ও নকশায়। এ ছাড়াও পাখির রং, আলপনা ও জিওমেট্রিক থিম ব্যবহার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও বলা হয়, পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। এর সঙ্গে সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এবারের ঈদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। বিভিন্ন ধরনের কটন, স্লাব কটন, জ্যাকার্ড কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, ভিসকস, বারফি কাপড় দিয়ে। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে মেরুন, নীল, ফিরোজা, আকাশী, ব্রাউন, লাল, লাইট অরেঞ্জ, কফি, ডিপ গ্রিন।
পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। আধুনিক ও ঐতিহ্যগত প্যাটার্নের কাট অ্যান্ড সুইং ছাড়াও রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি ও কারচুপি কাজের ব্যবহার।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে